রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পীরগঞ্জ (রংপুর) উপজেলা সংবাদদাতা
রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া কামিল মাদ্রাসায় রোববার রাতে রহস্যজনক চুরি সংঘটিত হয়েছে। পুলিশ জানায়, মাদ্রাসার দ্বিতল ভবনের নিচতলার পৃথক ৫টি কক্ষের তালা ভেঙে অধ্যক্ষ ও উপাধ্যক্ষের কক্ষে স্টিলের আলমিরা থেকে নগদ ৩৭ হাজার টাকা, মূল্যবান কাগজপত্র, শিক্ষক ও শিক্ষার্থীদের সংরক্ষিত সনদপত্র, মাদ্রাসার জমির দলিল, পড়চা ও চেক বই চুরি হয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে মাদ্রাসার নৈশ প্রহরী জাফরপাড়া গ্রামের মৃত আফছার আলীর পুত্র আব্দুস সাত্তার গাছুকে গতকাল সোমবার সকালে পুলিশ গ্রেফতার করেছে। জাফরপাড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নজরুল ইসলাম জানান, তার কক্ষের কাগজপত্র তছনছ করা হলেও টেবিলে রক্ষিত মূল্যবান ল্যাপটপ ও প্রিন্টারটি যথাস্থানেই রয়েছে। উল্লেখ্য, এর আগেও উক্ত মাদ্রাসার কম্পিউটার ল্যাবের কক্ষের তালা ভেঙে টেবিলে সাজানো ১৫টি ল্যাপটপের মধ্যে ৫টি চুরি হয়। সে সময় জানালার গ্রীল কেটে কে বা কারা ৫টি ল্যাপটপ নিয়ে যায়। পীরগঞ্জ থানার ওসি জানান, রহস্যজনক এ চুরির প্রকৃত কারণ কি, কারা এ ঘটনার সাথে জড়িত, এসব তথ্য এখন পুলিশের হাতে। তদন্তের স্বার্থে এখন তা প্রকাশ করা যাচ্ছে না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।