Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পানিবাহিত রোগে আক্রান্ত ঢাকা কলেজের শিক্ষার্থীরা

চিঠিপত্র

| প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

পানির অপর নাম জীবন, তবে বিষাক্ত পানি জীবননাশ ঘটাতে পারে। ঢাকা কলেজ ক্যাম্পাসের বর্তমানে চলমান সমস্যাগুলোর মাঝে অন্যতম প্রধান সমস্যা হলো নিরাপদ পানি। বেশকিছু দিন ধরে হলে থাকা সাধারণ শিক্ষার্থীরা পানিবাহিত রোগে ভুগছে। যাদের মাঝে হলের শিক্ষার্থীরা ডাইরিয়া, আমাশয়, পেটের পিড়া, বমি ইত্যাদি রোগে আক্রান্ত হয়ে বেশকিছু শিক্ষার্থী ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছে। অনেকে আবার হলে থেকেই চিকিৎসা নিচ্ছে। করোনা কালীন সময়ে ঢাকা কলেজ নতুন পানির পাম্প স্থাপন করা হয় সুপেয় পানির জন্য। কিন্তু সেই নতুন পাম্পের পানি পান করে একের পর এক রোগে ভুগছে শিক্ষার্থীরা। ঢাকা কলেজে সাতটি হলে থাকা শিক্ষার্থীর সংখ্যাও নেহাত কম নয়। তাদের পানি সংগ্রহের একমাত্র উপায় এই পানির পাম্প। বাধ্য হয়েই শিক্ষার্থীদের এমন পানি পান করতে হচ্ছে, ফলে বেড়েই চলছে শিক্ষার্থীদের আক্রান্তের সংখ্যা। তবে কলেজ কর্তৃপক্ষ কিংবা হল সুপাররা বিষয়টি খুব একটা আমলে নিচ্ছেন না। পরিশেষে বলতে হয়, অতি দ্রুত প্রশাসনিকভাবে কলেজ কর্তৃপক্ষসহ সরকারি আওতায় পরীক্ষা-নিরীক্ষা করে সুপেয় পানির ব্যবস্থা করা হোক।

লুৎফর রহমান লাভলু
শিক্ষার্থী, ঢাকা কলেজ, ঢাকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন