Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরকারের পতন ঘন্টা বেজে গেছে: খন্দকার লুৎফর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০২২, ৭:৩৮ পিএম

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি বীরমুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান বলেছেন, বর্তমান ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘন্টা বেজে গেছে। এই সরকারের সীমাহীন লুটপাট আর দুর্নীতির কারণে মানুষ আজ অতীষ্ঠ। তাই তো ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে যেভাবে বাংলাদেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব পুনরুদ্ধার এবং সুসংহত হয়েছিলো তেমনি আবারো সবাইকে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আজ সোমবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাগপা নেতারা জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মোঃ আবদুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, জাগপা সাধারণ সম্পাদক এস এম শাহাদাত, প্রেসিডিয়াম সদস্য খন্দকার আবেদুর রহমান, আ.স.ম.মেসবাহউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আওলাদ হোসেন শিল্পী, আবুল হোসেন, ইন্জিনিয়ার আনোয়ার হোসেন, ঢাকা মহানগর সভাপতি হোসেন মোবারক, যুব জাগপার সভাপতি মীর আমির হোসেন আমু, ছাত্রলীগ নেতা জাহেদুল ইসলাম শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ