Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অ্যাম্বুলেন্স অব্যাবস্থাপনার অবসান চাই

| প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

অ্যাম্বুলেন্স সেবা দূরবর্তী স্থান থেকে রোগীকে যথাসময়ে চিকিৎসাকেন্দ্রে পৌঁছানোর একটা গুরুত্বপূর্ণ বাহন। অনেক সময় বিভিন্ন গুরুতর অবস্থার রোগীকে এক চিকিৎসাকেন্দ্র থেকে অন্য চিকিৎসাকেন্দ্রে উন্নত চিকিৎসার জন্য আনা-নেওয়া করাসহ রাত-বিরাতে অন্য কোনো বাহন না থাকায় এবং রোগীর অবস্থা গুরুতর হওয়ায় অ্যাম্বুলেন্স ছাড়া রোগীকে হাসপাতাল বা চিকিৎসাকেন্দ্রে নেওয়া কঠিন হয়ে পরে। এই সুযোগকে কাজে লাগিয়ে অধিকাংশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি অ্যাম্বুলেন্সগুলো নির্ধারিত ভাড়ার কয়েকগুণ বেশি টাকা রোগীর স্বজনদের কাছ থেকে আদায় করে, যা খুবই হতাশাজনক ব্যাপার। অ্যাম্বুলেন্সের মতো একটি জরুরি পরিবহন সেবাকে ঘিরে এই নৈরাজ্যকর পরিস্থিতি চলছে বছরের পর বছর। এই সিন্ডিকেটের সাথে হাসপাতালের কর্মচারী ও প্রভাবশালীরা জড়িত। বার বার সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবগত করার পরও এর যেন কোনো সমাধানই হচ্ছে না। তাই উক্ত সমস্যা নিরসনে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি।

শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।



 

Show all comments
  • Md.Mahadi Hasan Mir ৭ নভেম্বর, ২০২২, ১২:৫২ পিএম says : 0
    স্যার প্রেরকের নাম সহ লিখাগুলো দিলে ভালো হত।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন