Inqilab Logo

সোমবার ০৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১, ০৩ রবিউল সানী ১৪৪৬ হিজরী

কক্সবাজার উত্তর বন বিভাগে বন থেকে কিশোরের লাশ উদ্ধার

বন কর্মীদের বিরুদ্ধে খুনের অভিযোগ

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১ আগস্ট, ২০২২, ৪:২৬ পিএম

কক্সবাজার উত্তর বনবিভাগের আওতাধীন ফুলছড়ি বনবিভাগ থেকে শহীদুল ইসলাম (১৫) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে চকরিয়া থানার পুলিশ। কিশোর শহীদুল লামা উপজেলার ফাঁসিয়া খালী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ফকিরা খোলা গ্রামের নুরুল আমিনের পুত্র।

শহীদুলের মা শাহনা বেগম জানান, তার পুত্র শহীদুল ইসলাম সহ স্থানীয় ৩কিশোর মিলে রবিবার সন্ধায় পার্শ্ববর্তী জঙ্গলে লাকড়ী কুড়াতে যায়। রাত ৮ টায় খবর আসে বনবিভাগের লোকরা শহীদ কে গুলি করেছে। এ সংবাদ পেয়ে আত্বীয স্বজনরা বনে তালাশি করে খোঁজে পায় ফুল ছড়ি বনে কিশোর শহীদের লাশ।
বিষয়টি চকরিয়া থানার পুলিশে জানানো হলে লাশ সেখান থেকে উদ্ধার করে ১ আগষ্ট সকালে কক্সবাজার মর্গে প্রেরন করেন। বিকাল সাড়ে তিন টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ সেখানেই রয়েছে।
এদিকে অভিযুক্ত বনকর্মীরা অফিসে তালা দিয়ে তারা আত্নগোপনে চলে গেছে বলে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কক্সবাজার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ