বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সরকার আদম আলী, নরসিংদী থেকে : হত্যা মামলা দায়েরের ৫ দিন পর প্রতিপক্ষের আঘাতে আহত নরসিংদীর মমতাজ বেগম মারা গেছেন। সকালে ঢাকা মেডিকেল কলেজের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার তিনি মারা যান। এর আগে হাসপাতালের বেডে জীবন্ত অবস্থায় রেখে মমতাজ বেগম মারা গেছেন বলে নরসিংদী সদর মডেল থানায় মামলা দায়ের করে তার পুত্র ওমর ফারুক। আর লাশ পরিদর্শন না করেই বিনা তদন্তে সে মামলা রুজু করেন নরসিংদী সদর থানার ওসি গোলাম মোস্তফা। শুধু তাই- নয় মৃত্যুর ৫ দিন আগেই দাফন করার জন্য গ্রামের গোরস্থানে কবরও খুড়ে রাখা মমতাজ বেগমের জন্য। এসব ঘটনা পত্র পত্রিকায় প্রকাশিত হবার পর নরসিংদীতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তোলপাড় শুরু হয় সংশ্লিষ্ট সকল মহলে। মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে এ চাঞ্চল্যকর ঘটনার কথা। উৎসুক মানুষ ঘটনার কারণ ও ঘটনা সমূহ বিস্তারিত জানার জন্য শিলমান্দী গ্রামে মমতাজ বেগমের বাড়ীতে ভীড় জমায়।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নরসিংদী সদর উপজেলার দক্ষিণ শিলমান্দী গ্রামের জাকির হোসেন ও ওমর ফারুক গংদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলছিল দীর্ঘ দিন ধরে। এই বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত হয় ওমর ফারুকের মা মমতাজ বেগম। আহত হয় জাকির হোসেনের সমর্থকরাও। ঘটনার অব্যবহিত পর ওমর ফারুক তার মাকে হাসপাতালে পাঠিয়ে ছানাউল্লাহ নামে গ্রামের এক দালালকে দিয়ে একটি লিখিত এজাহার নরসিংদী সদর মডেল থানায় প্রেরণ করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।