Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলাপাড়ায় চাঞ্চল্যকর গৃহবধু হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

কলাপাড়া(পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০২০, ৭:৫৩ পিএম

কলাপাড়ায় চাঞ্চল্যকর গৃহবধু চম্পা হত্যা মামলার প্রধান আসমী বাবুল হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাবনা জেলার আটঘরিয়া থানার মাছপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

পটুয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান আজ শনিবার বিকেলে প্রেসব্রিফিংয়ে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবুল তার স্ত্রী চম্পাকে হত্যার দায় স্বীকার করেছে। এছাড়া বাবুলে দেয়া তথ্যানুযায়ী গৃহবধুকে মাটি চাপা দেয়ার স্থানের পার্শ্ব থেকে চম্পার ব্যবহৃত ভ্যানিটি ব্যাগ, বোরকা, শীতের চাদর, পরিধেয় ওরনা ও একটি কোদাল উদ্ধার করেছে পুলিশ।

গত ২২ জানুয়ারী চাকমইয়া ইউনিয়নের গামরবুনিয়া গ্রামের একটি ফসলি মাঠে মাটি চাপা দেয়াবস্থায় গৃহবধু চম্পার অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। ওইদিন রাতেই কলাপাড়া থানায় গৃহবধুর স্বামী বাবুল হাওলাদারকে প্রধান আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে নিহতের পিতা।

উল্লেখ্য, বরগুনা জেলার তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের চান মিয়া শিকদারের কন্যা চম্পা বেগমের সঙ্গে কলাপাড়ার চাকামাইয়া ইউনিয়নের কাদের হাওলাদার এর ছেলে বাবুল হাওলাদারের সাথে পারিবারিক ভাবে গত ১ লা জানুয়ারি বিয়ে হয়। পরে ১২ জানুয়ারি বন্ধুর বাড়ি বেড়াতে যাওয়ার কথা বলে চম্পাকে বাবুল হাওলাদার তার নিজ গ্রামের বাড়ি নিয়ে আসে। এরপর কোন একসময় তাকে শ্বাস রোধ করে হত্যা করে মাটি চাপা দিয়ে রাখে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গৃহবধু হত্যা মামলা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ