Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেরানীগঞ্জে চোরাই অটো রিক্সা ক্রয় বিক্রয় চক্রের ৬ সদস্য গ্রেফতার

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০২২, ৬:২৭ পিএম


ঢাকার কেরানীগঞ্জে চোরাই অটোরিকশা ক্রয়-বিক্রয় চক্রের ৬ সদস্যকে গ্রেফতার ও ১১ টি চোরাই অটো রিক্সা উদ্ধার করেছে পুলিশ । আজ শুক্রবার দুপুরে মডেল থানায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীর। গ্রেফতারকৃতরা হচ্ছে মোহাম্মদ বাচ্চু (৫৫),মোহাম্মদ নজরুল (২৫),মোহাম্মদ ফারুক হাসান (৩০),মোহাম্মদ আরিফুল (৩০),মোঃ রিপন শেখ (৪০) ও দ্বীন ইসলাম (৪০)।তিনি সংবাদ সম্মেলনে আরো জানান, এই সংঘবদ্ধ চক্রটি দীর্ঘদিন যাবত কেরানীগঞ্জ ও ঢাকার আশেপাশের এলাকা থেকে অটোরিক্সা ছিনতাই ও চুরি করে অন্যত্র বিক্রি করে আসছিল। এসব অটোরিক্সা অতি সহজেই হাত বদল হয়ে যেতো। তাই ছিনতাইকারী গ্রেফতার হলেও অটোরিক্সা গুলো উদ্ধার করা সম্ভব হতো না।গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রুহিতপুর ইউনিয়ন সহ কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই সঙ্ঘবদ্ধ অটোরিকশা ক্রয়--- বিক্রয় চক্রের সদস্যদের গ্রেফতার করা হয়। তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদে ১১ টি চোরাই অটো রিক্সা তাদের কাছ থেকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অটো রিক্সা গুলির আনুমানিক বাজার মূল্য ৬ লক্ষ ৬০ টাকা । সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ, ইন্সপেক্টর অপারেশন মুন্সি আশিকুর রহমান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ