Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিজিটাল প্রতারকরা থাকছে ধরাছোঁয়ার বাইরে

মো. সায়েদ আফ্রিদী | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০২২, ১:২২ এএম

তথ্য প্রযুক্তিতে দেশ ক্রমেই সমৃদ্ধ হচ্ছে। সেই সাথে প্রযুক্তিকে কাজে লাগিয়ে প্রতারক চক্র মানুষের অর্থসম্পদ সবকিছু লুটপাট করে নিচ্ছে। কেউ জ্বিন সেজে সহজ-সরল মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। কেউ বিভিন্ন লোভ দেখিয়ে ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নিচ্ছে। আবার কেউ বিকাশসহ এ জাতীয় বিভিন্ন একাউন্ট থেকেও টাকা নিয়ে যাচ্ছে। শুধু যে টাকা হাতিয়ে নিচ্ছে বিষয়টা এমন না। মোবাইল ফোনের মাধ্যমে অনবরত চলে বিভিন্ন হুমকিসহ বিভিন্ন জনকে বিভিন্ন সমস্যার মধ্যে আবদ্ধ করা। এছাড়াও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন হয়রানি করা এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন জালিয়াতি থেকে শুরু করে নানান অপকর্ম ঘটে প্রতিনিয়ত এই মোবাইল ফোনের মাধ্যমে। দুঃখজনক বিষয় হলো, এসব বিপদে পড়ে সাধারণ মানুষ তথা ভুক্তভোগী প্রসাশনের খুব বেশি সাহায্য সহযোগিতা পায় না। এসব বিষয় নিয়ে এখনো থানা পুলিশ খুব একটা আগ্রহ নিয়ে কাজ করে না। সাধারণত যে বিষয়গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি করে সেগুলোর প্রতিই প্রসাশন গুরুত্ব দেয়। অন্য ঘটনাগুলো পড়ে থাকে আড়ালেই। সবকিছুই এখন আধুনিক হচ্ছে। আর এই আধুনিকতার সুযোগ নিয়ে একটা চক্র প্রতিনিয়তই মানুষের সাথে প্রতারণা করে যাচ্ছে। অন্যদিকে প্রযুক্তি দিয়ে এর সমাধানের সুযোগ থাকা সত্তে¡ও যদি তার সমাধানের রাস্তা সাধারণ মানুষ খুঁজে না পায়, তাহলে সেটা খুবই দুঃখজনক। তখন প্রসাশনের দায়-দায়িত্ব নিয়ে প্রশ্ন ওঠা খুব স্বাভাবিক। আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টরা এই ব্যাপারে আরো সক্রিয় হয়ে দায়িত্ব পালন করে সাধারণ মানুষকে ডিজিটাল প্রতারণার হাত থেকে রক্ষা করবেন, এটাই প্রত্যাশা।

শিক্ষার্থী, ঢাকা কলেজ

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন