প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক: সম্প্রতি নির্মিত হয়েছে ১৩ পর্বের ধারাবাহিক নাটক ‘দেয়াল’। পরিস্থিতির শিকার হয়ে অনিচ্ছা সত্ত্বেও মানুষকে জীবিকার তাকিদে অনেক সময় অসৎ পথ বেছে নিতে হয়। পরিবেশ-পরিস্থিতি বাধ্য করে তাকে জীবনের এ পথে চলতে। সদিচ্ছা থাকলেও তাকে হার মানতে হয়। তবে সময়ের পরিবর্তনে ঘটনা পরম্পরায় কিছু মানুষের সহায়তা দুষ্টু প্রকৃতির মানুষেরও বোধোদয় হয়। ফিরে আসে স্বাভাবিক পথে। এমন এক টানাপড়েনের গল্প নিয়ে ধারাবাহিক দেয়াল নির্মিত হয়েছে। এর গল্পে দেখা যায়, হামদু গ্রামের এক সহজ সরল মানুষ। বংশ পরিচয়ে সে একজন চোর। তার বাবা চুরি করতে গিয়ে গণপিটুনিতে মারা যায়। সমাজের কাছে সে অচ্ছুৎ হয়ে পড়ে। বেঁচে থাকার আর কোন উপায় না দেখে স্ত্রী সন্তানের মুখে দুবেলা দুমুঠো অন্ন জোগার করতে সে চুরিকে পেশা হিসাবে বেছে নিয়েছে। কিন্তু হামদু গ্রামের আর আট দশটা লোকের মত সৎ পথে থেকে ভাল মানুষের মত বাঁচতে চায়। তবে চোরের ছেলে চোরই হবে, ভাল মানুষ হয় কিভাবে? সমাজের মানুষগুলোর এই ধারনার জন্য হামদু ভালভাবে বাঁচতে বা কাজ করতে পারেনা। যদিও সে মনেপ্রাণে চুরি ঘৃণা করে। এলাকার সবাই হামদুকে ঘৃণার চোখে দেখলেও সাবেক চেয়ারম্যান আলফাজ এর একমাত্র ছেলে সাগর হামদুকে বন্ধুর মত বুঁকে টেনে নেয়। সাগর বিশ্বাস করে সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই। সাগর হামদুকে চুরি ছেড়ে সৎ পথে টাকা রুজি করার পরামর্শ দেয়। সাগর, হামদুর স্ত্রী আর সন্তানের অনুরোধে হামদু চুরি করা ছেড়ে দেয়। সাগর হামদুকে একটি ভ্যান গাড়ী কিনে দেয়। শুরু হয় হামদুর নতুন জীবনের পথ চলা। নাটকটি রচনা করেছেন আজহারুল ইসলাম। পরিচালনা করেছেন মাইনুল ইসলাম খোকন। অভিনয় করেছেন শহিদ আলমগীর, সানজিদা তন্ময়, আ. খ. ম. হাসান, আরসা মানষ মুক্তি, রফিকউল্লাহ সেলিম, বসন্ত শাকিলা, শেলি আহসান, আব্দুল্লাহ রানা, আজহারুল ইসলাম প্রমুখ। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শহীদ আলমগীর। তিনি বলেন, একটি অসাধারণ প্রেক্ষাপটে নাটকটির গল্প গড়ে উঠেছে। মাটি ও মানুষের কাছাকাছি থেকে গল্পটি উঠে এসেছে। এর প্রধান চরিত্রে অভিনয় করতে গিয়ে আমাকে গল্পের প্রেক্ষাপটে ফিরে যেতে হয়েছে। জানতে হয়েছে, সমাজের কাছে অপাংক্তেয় একজন মানুষ কীভাবে মানসিক টানাপড়েনের মধ্যে থাকেন। চরিত্রটি ধারণ করতে গিয়ে আমাকে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে। যথাসাধ্য চেষ্টা করেছি পুরো ধারাবাহিকের গল্পের সাথে নিজের চরিত্রকে খাপ খাইয়ে অভিনয় করতে। আশা করি, আমাদের সমাজ-সংসার নিয়ে একটি ভাল গল্পের ধারাবাহিক দর্শক উপভোগ করবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।