Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

ইহুদীবাদী ইসরাইলি পরমাণু ধ্বংসের পক্ষে বাংলাদেশ, পাকিস্তানসহ ১৫২ দেশ, ভারত ভোট দেয়নি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০২২, ১:১৩ পিএম

জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরাইলের পরমাণু অস্ত্র ধ্বংস করার পক্ষে প্রস্তাব পাস হয়েছে। পাশাপাশি ইহুদীবাদী দেশটির পরমাণু স্থাপনাগুলোকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএর তদারকির আওতায় আনতে বলা হয়েছে। খবর ইরানের বার্তা সংস্থা মেহের নিউজের।

মিসরের পক্ষ থেকে জাতিসংঘে এ প্রস্তাব উত্থাপন করা হয়। প্রস্তাব উত্থাপনের সময় এর পক্ষে সমর্থন জানায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ ছাড়াও ১৯ দেশ। যে ১৫২ দেশ ইসরাইলের বিরুদ্ধে ভোট দিয়েছে তাদের মধ্যে বাংলাদেশও রয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদে গত শুক্রবার তোলা এমন এক প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ১৫২ টি দেশ।

অন্যদিকে প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছে আমেরিকা, কানাডা, ইসরাইল, মাইক্রোনেশিয়া ও পালাউ।

এ ছাড়া ব্রিটেন, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, ডেনমার্ক, জার্মানি, ফ্রান্স, হাঙ্গেরি ও ভারতসহ ২৪ দেশ ভোট দেওয়া থেকে বিরত থাকে।

ইসরাইলের কাছে ৮০ থেকে ৪০০টি পরমাণু ওয়ারহেড রয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা যায়, তবে পারমাণবিক অস্ত্র থাকার বিষয়টি তেলআবিব কখনো অস্বীকার বা স্বীকার কিছুই করেনি।

পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বা এনপিটিতেও সই করেনি তারা। ইসরাইল প্রথম পারমাণবিক অস্ত্র তৈরি করে ১৯৬৬ সালের শেষের দিকে বা ১৯৬৭ সালের প্রথম দিকে।



 

Show all comments
  • Mohmmed Dolilur ১ নভেম্বর, ২০২২, ৫:৪৪ পিএম says : 0
    যেখানে 152দেশ তাতে 24টি দেশ কিছু আসে যাবে না,সবাই মিলে আক্রম করা হউক।
    Total Reply(0) Reply
  • Shekh Salim ১ নভেম্বর, ২০২২, ২:৩৪ পিএম says : 0
    Russia also support with muslims/
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসরায়েল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ