Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতকে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০২২, ১০:৫৬ এএম

পশ্চিমা দেশগুলো নেদারল্যান্ডসে নিযুক্ত রুশ কূটনীতিকদের অর্থের বিনিময়ে কেনার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে রাশিয়া।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে বলেছে, হেগে নিযুক্ত রাশিয়ার কূটনীতিকদের প্রলোভন দেখানোর অভিযোগে মস্কোয় নিযুক্ত ডাচ রাষ্ট্রদূত গিলিস প্লাগকে তলব করা হয়েছে। খবর রয়টার্সের।
এতে বলা হয়েছে, একটি ব্রিটিশ গোয়েন্দা সংস্থার এক প্রতিনিধি গত ২০ অক্টোবর হেগে নিযুক্ত রুশ সামরিক অ্যাটাশেকে তাদের হয়ে কাজ করার জন্য ‘নিয়োগ’দেওয়ার চেষ্টা চালান।
বিবৃতিতে বলা হয়, এ ধরনের উসকানিমূলক তৎপরতা অগ্রহণযোগ্য এবং তা বহির্বিশ্বে রাশিয়ার স্বাভাবিক কাজকর্মকে ব্যাহত করে।
বিগত কয়েক বছরে হেগে নিযুক্ত রুশ কূটনীতিকদের সঙ্গে আরও কয়েকবার এ ধরনের আচরণ করা হয়েছে বলে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে।
ওই বিবৃতিতে বলা হয়, ২০১৮ সালের ডিসেম্বরে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর একাধিক প্রতিনিধি হেগের একটি পার্কে রুশ রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করে একই ধরনের প্রস্তাব দিয়েছিল।
পরের বছরের ডিসেম্বরে আমস্টারডামের স্কিফোল বিমানবন্দরে আরেকজন রুশ কূটনীতিককে সিআইএর সঙ্গে সহযোগিতা করতে উৎসাহিত করে একদল সিআইএ এজেন্ট। এ ধরনের ‘অবৈধ তৎপরতায়’ অংশগ্রহণ করার জন্য নেদারল্যান্ডসের তীব্র সমালোচনা করেছে রাশিয়া। সূত্র : রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ