Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লকডাউন থেকে বাঁচতে কারখানা থেকে পালাচ্ছেন শ্রমিকরা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০২২, ৮:১৯ পিএম

করোনাভাইরাসের কারণে লকডাউন ঘোষণা করায় চীনের সবচেয়ে বড় আইফোন নির্মাণকারী কারখানায় আটকে পড়েছেন শ্রমিকরা। এরই মধ্যে অনেক শ্রমিককে ওই কারখানার বেড়া টপকে পালিয়ে যেতে দেখা গেছে।
চীনের কঠোর কোভিড নীতিমালার কারণে ইলেকট্রনিক যন্ত্র নির্মাণ প্রতিষ্ঠান ফক্সকনের ওই কারখানায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। আজ সোমবার সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হেনান প্রদেশের রাজধানী জেংঝু শহরে অবস্থিত ওই কারখানার বাইরের বেড়া টপকে অন্তত ১০ জন শ্রমিক পালিয়ে যাচ্ছেন। এ ছাড়া গণপরিবহনে ধরা পড়ার আশঙ্কায় অনেকেই হেঁটে নিজেদের এলাকায় যাচ্ছেন বলে জানা গেছে।
অ্যাপলের জন্য চুক্তিভিত্তিকভাবে আইফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান ফক্সকনের জেংঝু কারখানায় দুই লাখের মতো কর্মী কাজ করেন। ওই কারখানায় কতজনের করোনা শনাক্ত হয়েছে, এ নিয়ে প্রতিষ্ঠানটির পক্ষ অফিসিয়ালি কোনো তথ্য জানানো হয়নি।
তবে জেংঝু শহরে গত সপ্তাহে স্থানীয়ভাবে ১৬৭টি সংক্রমণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এর আগের সপ্তাহে স্থানীয়ভাবে ৯৭ জনের মধ্যে করোনা সংক্রমণ হয়েছিল।
শ্রমিকরা বলছেন, কারখানার আশপাশের এলাকায় কয়েক দিন ধরে লকডাউন চলছে। সংক্রমণ এড়াতে করোনা পজিটিভ শ্রমিকদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ ছাড়া প্রতিদিন তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।
এদিকে, চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের কঠোর কোভিড নীতির কারণে বিপাকে পড়েছেন দেশটির জনগণসহ ব্যবসায়ীরা। সূত্র : বিবিসি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্রমিক

৫ ফেব্রুয়ারি, ২০২৩
২৮ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ