Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

এখন আমার অভিনয়ে থামা দরকার-তাহসান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

অভিনয়ে কাজ কমিয়ে দিয়েছেন সঙ্গীতশিল্পী তাহসান। একসময় নিয়মিত অভিনয় করলেও এখন গানে বেশি মনোযোগ দিয়েছেন। বিশেষ দিনের নাটক ছাড়া অভিনয় করবেন না বলে জানিয়েছেন তিনি। তাহসান বলেন, অনেক বছর ধরে কাজ করছি। এখন গানের প্রতি মানুষের আগ্রহ বেড়েছে। মানুষ গান শুনতে আগ্রহী হয়ে উঠেছে। এই আগ্রহের কারণে গান করার অনুপ্রেরণা পাচ্ছি। কনসার্টও বেশি হচ্ছে। এজন্য গানেই মনযোগী হবো। আর নাটকতো অনেকদিন করলাম। তিনি বলেন, একটা সময় নাটকে নিয়মিত কাজ করেছি। আমার মনে হয়, দর্শকদের যা দেয়ার তা দিয়েছি। এখন নতুনদের জন্য মাঠ ছেড়ে দেয়া উচিৎ। সবারই সময় থাকে। যখন ভালো কাজ করেছি, মানুষ লুফে নিয়েছে। কোনো কিছুই মাত্রাতিরিক্ত করা ঠিক নয়। আমার মনে হয়, মানুষকে জানতে হয়, কোথায় থামতে হবে। নাটকের বিষয়ে আমার মনে হয়েছে, এখন থামা দরকার, তাই থেমেছি। গান নিয়ে ব্যস্ত থাকব, নাটকে ¯েপশাল প্রোজেক্ট হলে করব। তাহসান বলেন, ওটিটি কন্টেন্টের প্রতি মানুষের আগ্রহ মানুষের প্রত্যাশা ও বেড়েছে। ওটিটির কাজ এখন ভালো হচ্ছে। যেখানে ভালো হচ্ছে, সেটার সঙ্গেই কাজ করতে চাই। সামনে হয়তো ভালো স্ক্রিপ্ট পেলে ওটিটিতে সিনেমা করব। টিভি নাটকে কাজ করা কমিয়ে দিয়েছি, আপাতত কমই থাকবে। সিনেমা নিয়ে তাহসান বলেন, নতুন বছরের জানুয়ারিতে একটা সিনেমায় কাজের কথা হচ্ছে। অ্যাকশনধর্মী সিনেমা। সব কিছু চ‚ড়ান্ত হলে এ বিষয়ে জানাব। এদিকে স্টেজ শোতে তাহসানের ব্যস্ততা বেড়েছে। ইতোমধ্যে দেশে-বিদেশে বেশ কয়েকটি কনসার্টে অংশ নিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়াতে গত তিন মাসে বেশ কিছু কনসার্ট করেছেন। ডিসেম্বরে ইউরোপেও বেশ কিছু কনসার্ট করবেন। এর ফাঁকে দেশেও কনসার্টে অংশ নেবেন।



 

Show all comments
  • Zubayer Karim ১ নভেম্বর, ২০২২, ৬:১৯ এএম says : 0
    · থেমে গেলেন তো হারিয়ে গেলেন
    Total Reply(0) Reply
  • Shanta Chowdhury ১ নভেম্বর, ২০২২, ৬:১৮ এএম says : 0
    আলহামদুলিল্লাহ।আপনার এই বোরিং অভিনয় সহ্য করা অসম্ভব।
    Total Reply(0) Reply
  • F. D Chowdhury ১ নভেম্বর, ২০২২, ৬:১৯ এএম says : 0
    নামাজ পড়ুন পাঁচওয়াক্ত গানবাজনায় কোন লাভহবে না পরকালে শাস্তি পেতে হবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তাহসান

২০ ফেব্রুয়ারি, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ