প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাহসান রহমান খান গান ও অভিনয়ে নিয়মিত কাজ করে যাচ্ছেন। করোনার কারণে কাজ কমিয়ে দিলেও স্বাস্থ্যবিধি মেনে কাজ করছেন। গত ঈদে তার অভিনীত অর্ধডজন নাটক প্রচার হয়েছে। এসব নাটকে তাকে ভিন্ন ভিন্ন চরিত্রে দেখা গেছে। তাহসান বলেন, অভিনেতা হিসেবে একই ধরনের গল্প ও চরিত্রে অভিনয় করতে ইচ্ছা করে না। দর্শকও একজন শিল্পীর একই ধরনের গল্প ও চরিত্রে দেখতে পছন্দ করে না। বিভিন্ন চরিত্রে শিল্পীর ভিন্ন ভিন্ন অভিনয় দেখতে চান। তাদের সেই প্রত্যাশা থাকে। শিল্পীল উচৎ দর্শকের প্রত্যাশা পূরণ করা। শিল্পী হিসেবে আমারও ভালো লাগার জায়গা আছে। আমার কাছে গল্প ও চরিত্রের ভিন্নতা অগ্রাধিকার পায়। তা নাহলে কাজ করি না। গত ঈদে বেশ কিছু আলাদা ধরনের গল্পে কাজ করেছি। তাহসান বলেন, বর্তমানে নতুন কিছু স্ক্রিপ্ট আমার হাতে আছে। সেগুলো পড়ে সিদ্ধান্ত নেবো কাজ করব কি করব না। নতুন চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে তাহসান বলেন। মোস্তফা সরয়ার ফারুকীর নো ল্যান্ডস ম্যান-এর কাজ করছি। আরো সিনেমা নিয়ে কথা হচ্ছে। এগুলোর গল্পের ধরন ও চরিত্র বুঝে সিন্ধান্ত নেব। গান নিয়ে তিনি বলেন, যখনই সময় পাই নতুন গান নিয়ে বসছি। গানের কাজ চলছে। তবে দিন তারিখ নির্ধারণ করে গান প্রকাশ করছি না। যখন সময় হবে তখনই প্রকাশ করবো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।