মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
গতকাল (রোববার) রুশ পররাষ্ট্রমন্ত্রী সারগেই লাভরভ এক টেলিভিশন অনুষ্ঠানে বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ রুশ নেতারা ইউক্রেন ইস্যুতে আলোচনায় বসতে ইচ্ছুক।
তিনি বলেন, চলমান উত্তেজনাময় পরিস্থিতি প্রশমনে পাশ্চাত্য দেশগুলোর পরামর্শ ও প্রস্তাব শুতে চায় মস্কো। তিনি জোর দিয়ে বলেছেন, পারস্পরিক সম্মান ও মর্যাদার ভিত্তিতে এসব প্রস্তাব দিতে হবে; যাতে আঞ্চলিক ও সংশ্লিষ্ট দেশের স্বার্থ রক্ষা করা যায়।
এর আগে রাশিয়া ইউক্রেনকে সামুদ্রিক শস্য করিডোরের নিরাপত্তায় অংশগ্রহণকারী রুশ জাহাজ লক্ষ্য করে হামলার জন্য অভিযুক্ত করে এবং কৃষ্ণ সাগর বন্দর থেকে কৃষিপণ্য রফতানির চুক্তি বাস্তবায়ন স্থগিতের ঘোষণা দেয়।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে জানায়, ইউক্রেন রাশিয়ার কৃষ্ণ সাগর ফ্লিট ও সেভাস্তোপলের কৃষ্ণ সাগর বন্দরের বেসামরিক জাহাজকে লক্ষ্য করে "সন্ত্রাসী হামলা" চালানোর জন্য ড্রোন ব্যবহার করে। সূত্র: সিআরআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।