Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঘূর্ণিঝড় ভারদা’র দাপটে বিধ্বস্ত চেন্নাই : মৃত ২

| প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার গতিবেগে তামিলনাড়– উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ভারদা। দুপুর প্রায় দেড়টা নাগাদ আছড়ে পড়ে ঘূর্ণিঝড়টি। এর প্রভাবে গতকাল সকাল থেকেই প্রবল বৃষ্টি হয়েছে তামিলনাড়– রাজ্যে। গত রোববার থেকেই সতর্কতা জারি ছিল। সেই মতো উপকূলবর্তী অঞ্চল থেকে লোকজনকেও সরিয়ে নেয়ার কাজ করা হয়। তাতেও প্রাণহানি ঠেকানো যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত ঝড়ের দাপটে দুই ব্যক্তির মৃত্যু হয়। ট্রেন থেকে বিমান সমস্ত ক্ষেত্রে পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়ে। চেন্নাইগামী ১৭টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়। তার সঙ্গে প্রায় সমস্ত চেন্নাইগামী ফ্লাইট বাতিল করে বিমান সংস্থাগুলো।
গতকাল সকাল থেকেই ঘূর্ণিঝড় ভারদার প্রভাবে প্রবল বৃষ্টি হয় চেন্নাইসহ তামিলনাড়ুর অন্যান্য উপকূলবর্তী শহরগুলিতে। সঙ্গে প্রবল বেগে ঝোড়ো হাওয়া। সকাল সাড়ে ১১টা নাগাদ চেন্নাই থেকে ১৪০ কিলোমিটার দূরে ছিল ভারদা। হাওয়ার প্রভাবে বেশ কিছু গাছও উপড়ে গেছে।
গতকাল শক্তি বাড়িয়ে এই ঘূর্ণিঝড় ঘণ্টায় ১০০-১২০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা ছিল আবহাওয়া দফতরের। ভারদার প্রভাবে রোববার রাত থেকেই চেন্নাই ও শহরতলিতে শুরু হয় প্রবল বৃষ্টি। গত রোববার রাত থেকে গতকাল সকাল সাড়ে ৯টা পর্যন্ত চেন্নাইয়ে ৭.৫ সেন্টিমিটার বৃষ্টি হয়।
ঝড় মোকাবেলায় সরকার যাবতীয় ব্যবস্থা নিয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হলেও মানুষজনকে এদিন ঘরের বাইরে বের হতে নিষেধ করা হয়। নিচু এলাকায় বসবাসকারী মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে দেয়া হয়। এন্নর, পুলিকটসহ চেন্নাইয়ের উপকূলগুলোতে সকাল থেকেই আছড়ে পড়েছে বিশাল বিশাল ঢেউ। পরিস্থিতি মোকাবেলায় তৈরি রাখা হয় সেনাবাহিনীকে। নৌবাহিনী জানিয়েছেন, ঝড়ের গতিবিধি নজরদারির জন্য সমুদ্রে দুইটি জাহাজ মোতায়েন করা হয়। তার সঙ্গে ডাক্তার, ওষুধপত্র, অ্যাম্বুলেন্স তৈরি রাখা হয়। ৩০টি ডাইভিং দলও তৈরি রয়েছে পরিস্থিতি মোকাবেলার জন্য। বিমানবাহিনীও সব রকম দুর্যোগ মোকাবেলার জন্য তৈরি রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঘূর্ণিঝড়

২৬ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ