Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউক্রেনে ৮২ হাজার রিজার্ভ সেনা পাঠিয়েছে রাশিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০২২, ১১:০৬ এএম

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, ইউক্রেনে লড়াই করার জন্য রিজার্ভ সেনা ডেকে পাঠানোর দুই সপ্তাহের কর্মসূচি শেষ হয়েছে। ৮২,০০০ সেনাকে ইউক্রেনে পাঠানো হয়েছে। বাড়তি আর কোনো পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা সরকারের নেই। টিভিতে প্রচারিত এই ঘোষণার সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার পাশেই ছিলেন। খবর আলজাজিরার।

শোইগু ঘোষণায় জানান, ইউক্রেন যুদ্ধে লড়তে আংশিকভাবে ৩ লাখ রিজার্ভ সেনা সমাবেশের যে ঘোষণা সেপ্টেম্বরে দেওয়া হয়েছিল তা সম্পন্ন হয়েুেছ। এই রিজার্ভ বাহিনীর এক-চতুর্থাশেরও বেশি সেনাকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছে। সংখ্যার হিসাবে ৩ লাখ রিজার্ভ সেনার মধ্যে ২৮১,০০ সেনা প্রশিক্ষণে আছে, ৮২,০০০ সেনাকে যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা হয়েছে।
শোইগুর এই ঘোষণার মধ্য দিয়ে সেনা সমাবেশের মতো বিতর্কিত কর্মসূচির ইতি টানা হলো। শোইগু বলেছেন, আগামীতে ইউক্রেন অভিযানের জন্য রিজার্ভ সেনা না ডেকে বরং সেচ্ছ্বাসেবী এবং পেশাদার সৈনিক নিয়োগ দেওয়া হবে।
গত মাসে ইউক্রেনে যুদ্ধ করার জন্য রির্জাভ সেনা সমাবেশের ঘোষণা দেন পুতিন। সে সময় যুদ্ধে যাওয়ার ভয়ে রাশিয়ার অনেক নাগরিক বিদেশেও পালিয়ে গিয়েছিল। সূত্র : আলজাজিরা

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ