Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘চন্দ্রকুমার দে লোকসাহিত্য গবেষণা পুরস্কার’ পাচ্ছেন ড. আশরাফ সিদ্দিকী

| প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

নেত্রকোনা জেলা সংবাদদাতা : নেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগের উদ্যোগে গঠিত ফোকলোর পর্ষদ বিশ্বখ্যাত ময়মনসিংহ গীতিকার সংগ্রাহক ‘চন্দ্রকুমার দে লোকসাহিত্য গবেষণা পুরস্কার’ চালু করতে যাচ্ছে। চলতি বছর থেকে প্রতিবছরই নির্বাচিত একজন লোক-সাহিত্য গবেষককে লোকসাহিত্যে বিশেষ অবদার রাখার জন্য এ পুরস্কার প্রদান করা হবে।
১৪২৩ বঙ্গাব্দে এ পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন খ্যাতিমান লোকসাহিত্য গবেষক ড. আশরাফ সিদ্দিকী। ফোকলোর পর্ষদের সভাপতি বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আফজাল রহমান জানান, ফোকলোর পর্ষদের কর্ম পরিষদের সভায় ড. আশরাফ সিদ্দিকীকে ‘চন্দ্রকুমার দে লোকসাহিত্য গবেষণা পুরস্কার ১৪২৩’ প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী পৌষ মাসে আনুষ্ঠানিকভাবে তার হাতে পুরস্কার তুলে দেয়া হবে। এ পুরস্কারের অর্থমূল্য থাকবে নগদ ২৫ হাজার টাকা এবং একটি সম্মাননা ক্রেস্ট।
প্রফেসর আফজাল রহমান আরও জানান, নেত্রকোনা অঞ্চলের লোকসাহিত্য-সংস্কৃতি চর্চার ক্ষেত্রটির পরিচর্যা করতেই মূলত ফোকলোর পর্ষদ গঠন করা হয়েছে। জগৎখ্যাত ময়মনসিংহ গীতিকার সংগ্রাহক চন্দ্রকুমার দে এ জনপদেরই গর্বিত সন্তান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিদ্দিকী

১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ