Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরকার জ্ঞান অর্জন ও মেধা অন্বেষণে ভ‚মিকা রাখছে -মহিউদ্দিন চৌধুরী

| প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের উদ্যোগে গতকাল সোমবার লালদিঘী ময়দানে বই, বৃক্ষ ও বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিষদের চেয়ারম্যান ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেছেন, বর্তমান সরকার জ্ঞান অর্জন ও মেধা অন্বেষণে ব্যাপক ভ‚মিকা রাখছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিকল্পিতভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। জ্ঞান অর্জন ও পরিবেশ রক্ষায় নতুন প্রজন্মকে সচেতন করতে হবে পাশাপাশি বই তাদের মনন চর্চায় চিরসাথী হোক এজন্য বই প্রকাশকদের তাদের পছন্দ অনুযায়ী বই প্রকাশনা করতে হবে।
মুক্তিযুদ্ধের বিজয় মেলার ক্রীড়া উপ-পরিষদের উপদেষ্টা চন্দন ধরের সভাপতিত্বে ও ক্রীড়া উপ-পরিষদের আহŸায়ক মো: মসিউর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু উপস্থিত বক্তব্য রাখে চট্টগ্রাম মুসলিম হাইস্কুলের ছাত্র মেহেদী হাসান রাব্বী, কাজী আহমেদ ইমতিয়াজ আকাশ, আবু আবদুল্লাহ জোনাইদ, আবদুল্লাহ মো: ফারুক। তাদের হাতে পুরস্কার তুলে দেন উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দর ধর, মসিউর রহমান চৌধুরী, কাউন্সিলর মোহাম্মদ জাবেদ প্রমুখ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সরকার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ