পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
ইনকিলাব ডেস্ক : ওয়েস্টিন টু নামে নতুন একটি হোটেল স্থাপন করতে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভ্ক্তু ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, আন্তর্জাতিক হোটেল চেইন হায়াত হোটেল ও ওয়েস্টিন যৌথভাবে হোটেলটি পরিচালনা করবে। নতুন হোটেলের জন্য গুলশানে এক্রোপলিস প্রজেক্টে প্রায় ২ লাখ বর্গফুট জায়গা কিনছে কোম্পানিটি। যা প্রতি বর্গফুটের দাম ২৫ হাজার টাকা।
এ জায়গা ক্রয়ে ব্যয় হবে প্রায় ৫শ কোটি টাকা। আর প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে সংগৃহীত টাকা এবং অন্যান্য উৎস থেকে প্রয়োজনীয় অর্থের জোগান দেয়া হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।
আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠেয় ইউনিক হোটেলের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
এদিকে, ডিসিসি ইউনিক প্রজেক্টের বাণিজ্যিক কার্যক্রম পিছিয়ে ২০১৮ সালে জুলাই মাসে চলে যাচ্ছে। যা আগামী বছরের ১ আগস্ট এ প্রকল্পের বাণিজ্যিক উৎপাদন শুরু হওয়ার কথা ছিল। -ওয়েবসাইট
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।