Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ময়মনসিংহ-রংপুর ফাইনাল

| প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : জেএফএ কাপ অনূর্ধ্ব-১৪ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে রংপুর জেলা। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে তারা টাইব্রেকারে ৩-১ গোলে হারায় ঠাকুরগাঁওকে। নির্ধারিত সময় খেলা ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হলে টাইব্রেকারে ফলাফল নির্ধারণ হয়। যেখানে ঠাকুরগাঁওয়ের দু’টি শট ফিরিয়ে দিয়ে নিজ দল রংপুরকে ফাইনালে পৌঁছে দেন গোলরক্ষক ময়ূরী। অন্যদিকে একই ভেন্যুতে দিনের দ্বিতীয় সেমিফাইনালে সাতক্ষীরা জেলা দল মাঠে না আসায় ওয়াকওভার লাভ করে ময়মনসিংহ। আগামীকাল বিকাল তিনটায় ফাইনালে রংপুরের বিপক্ষে মাঠে নামবে ময়মনসিংহ।
রংপুর- ঠাকুরগাঁও ম্যাচে কাল শুরুতেই গোল পায় ঠাকুরগাঁও। ম্যাচের ১১ মিনিটে মিডফিল্ডার বেবীর গোলে এগিয়ে যায় তারা (১-০)। প্রথমার্ধেও শেষ মিনিটে প্রায় ৩০ গজ দূর থেকে শটে গোল করে ম্যাচে সমতা আনেন রংপুরের মিডফিল্ডার রাবেয়া (১-১)। এরপর দু’দল গোলের দেখা না পাওয়ায় অমীমাংসিতভাবে শেষ হয় ম্যাচের নির্ধারিত সময়। ফলে টাইব্রেকারের ব্যবস্থা করা হয়। পেনাল্টি শুটআউটে রংপুরের গোলরক্ষক ময়ূরী ঠাকুগাঁওয়ের মুন্নী ও আশামণির শট ঠেকিয়ে দেন। শিল্পীর নেয়া শটটিও ময়ুরী পাঞ্চ করলে তা ক্রসপোস্টে লেগে ফিরে যায়। অন্যদিকে রংপুরের রুমি, রেখা ও নার্গিস গোল করেন। আর ব্যর্থ হন রুনা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ময়মনসিংহ

২৬ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ