Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দীপাবলিতে ২০১ স্থানে আগুন, শিশুর প্রাণহানি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

ভারতে দীপাবলিতে বাজি পোড়াতে গিয়ে প্রাণ গেল এক শিশুর। বাসের মধ্যে প্রদীপ সাজাতে গিয়ে পুরো বাসে আগুন লাগারও ঘটনা ঘটেছে। সেই আগুনে পুড়ে মৃত্যু হয়েছে দুজনের। ভারতের অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনমে বাজি পোড়াতে গিয়ে আগুনে পুড়ে মৃত্যু হয়েছে ১১ বছরের ছেলের। একই রাজ্যে বাজির আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একটি মাটির বাড়ি। বাজির ফুলকি থেকে রাজধানী দিল্লির গান্ধী নগরে একটি পোশাক তৈরির কারখানায় আগুন লেগে যায়। তিন জন আটকে পড়েন কারখানার ভেতরেই। পরে দমকল বাহিনীর কর্মীরা গিয়ে তাদের উদ্ধার করে। সবাই অল্পবিস্তর আহত হয়েছে। একজন দমকলকর্মীও আহত হয়েছে। প্রশান্ত বিহার এলাকায় একটি রেস্তরাঁয় আগুন লেগে গেছে। তবে কেউ হতাহত হয়নি। দমকল বাহিনী জানিয়েছে, দীপাবলিতে মোট ২০১টি অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে ভারতে। যা গত বারের চেয়ে ৩২ শতাংশের বেশি। গ্রেটার নয়ডায় একটি উঁচু ভবনের ১৬ তলায় বাজি থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। দ্রæত দমকল বাহিনীর কর্মীরা পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। মুম্বইয়ে একটি সাত তলা বাড়িতে বাজি থেকে আগুন লেগে যায়। সেখানেও হতাহতের কোনও খবর নেই। উত্তরপ্রদেশের গোন্ডা জেলায় বাজি তৈরির মশলা রাখা ছিল একটি গুদামে। সেখানেই এসে পড়ে বাজির আগুন। তা থেকে অগ্নিকান্ড হয়েছে। বিস্ফোরণে ছাদে ফাটল ধরেছে। সেই আগুনে পুড়ে এক নারীর মৃত্যু হয়েছে। তার সন্তান গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। মহারাষ্ট্রের পুণে শহরে একাধিক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বাজির আগুন থেকে পর পর রাখা সাতটি বাইক পুড়ে ছাই হয়ে গেছে। আহত হয়েছেন কয়েক জন। হায়দরাবাদে একাধিক অগ্নিকান্ডের ঘটনায় ১০ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বাজি পোড়াতে গিয়ে হায়দরাবাদে চোখ হারিয়েছে একটি শিশু। উড়িষ্যার ঢেঙ্কানল জেলায় একটি বাজির দোকানে আগুন লেগে যায়। তাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিন জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। উত্তরপ্রদেশের আগরায় একটি তিন তলা বাড়িতে জ্বলন্ত বাজি গিয়ে পড়ে। আগুন লেগে যায়। এক তলায় থাকা একটি গুদাম সম্প‚র্ণ ভস্মীভ‚ত হয়েছে। বন্ধ গুদামে বাজি মজুত করা ছিল বলে অভিযোগ। দমকল দোতলায় থাকা একটি পরিবারকে সুরক্ষিতভাবে বের করে আনে। এছাড়াও আরও একাধিক দুর্ঘটনার কথা জানা গেছে। তবে প্রাণহানির খবর নেই। দীপাবলির পর আজ সকালে ভারতের রাজধানী দিল্লির বাতাসের মান একেবারে খারাপ অবস্থায় আছে। যদিও দূষণের হার গত বছরের তুলনায় কমেছে। সিপিসিবি জানিয়েছে, সোমবার দিল্লিতে বাতাসের মান ছিল ৩১২। এবিপি, এনডিটিভি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ