মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় গুরুত্বপূর্ণ শহর খেরসন নিজেদের নিয়ন্ত্রণে রাখতে প্রস্তুত হচ্ছে রাশিয়া। গোপন সূত্রের বরাত দিয়ে ইউক্রেনের গোয়েন্দাপ্রধান এ তথ্য জানিয়েছেন। এর আগে রাশিয়ার সেনাবাহিনী খেরসন ছেড়ে যাচ্ছে বলে জানানো হয়েছিল।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ইউক্রেনীয় গোয়েন্দাপ্রধান কিরিলো বুদানভ বলেছেন, মস্কো সব হারিয়ে পাগলপ্রায় হয়ে আছে। তারা খেরসনে আরও সেনা পাঠাচ্ছে এবং প্রতিরক্ষার জন্য সড়কগুলোতে প্রস্তুতি নিচ্ছে। বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার কারণ হিসেবে তিনি বলেন, রুশ সেনাদের মধ্যেও খেরসনে পরাজিত হওয়ার আশঙ্কা রয়েছে। এর আগে রাশিয়ার সেনাবাহিনী খেরসন ছেড়ে যাচ্ছে বলে জানানো হয়েছিল।
ফেব্রুয়ারি মাসে খেরসন দখল করেছিল রাশিয়া। কিন্তু সম্প্রতি ডিনিপ্রো নদীর কাছে ইউক্রেনীয় সেনারা অগ্রসর হওয়ায় শহরটিতে চাপে আছে রুশ বাহিনী। ইউক্রেন হামলার আশঙ্কায় শহরটির কয়েক হাজার বেসামরিক নাগরিককে অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দিয়েছে রুশ কর্তৃপক্ষ। সূত্র : বিবিসি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।