Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেরসন নিয়ন্ত্রণে রাখতে প্রস্তুত হচ্ছে রাশিয়া

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০২২, ২:৩০ পিএম

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় গুরুত্বপূর্ণ শহর খেরসন নিজেদের নিয়ন্ত্রণে রাখতে প্রস্তুত হচ্ছে রাশিয়া। গোপন সূত্রের বরাত দিয়ে ইউক্রেনের গোয়েন্দাপ্রধান এ তথ্য জানিয়েছেন। এর আগে রাশিয়ার সেনাবাহিনী খেরসন ছেড়ে যাচ্ছে বলে জানানো হয়েছিল।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ইউক্রেনীয় গোয়েন্দাপ্রধান কিরিলো বুদানভ বলেছেন, মস্কো সব হারিয়ে পাগলপ্রায় হয়ে আছে। তারা খেরসনে আরও সেনা পাঠাচ্ছে এবং প্রতিরক্ষার জন্য সড়কগুলোতে প্রস্তুতি নিচ্ছে। বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার কারণ হিসেবে তিনি বলেন, রুশ সেনাদের মধ্যেও খেরসনে পরাজিত হওয়ার আশঙ্কা রয়েছে। এর আগে রাশিয়ার সেনাবাহিনী খেরসন ছেড়ে যাচ্ছে বলে জানানো হয়েছিল।
ফেব্রুয়ারি মাসে খেরসন দখল করেছিল রাশিয়া। কিন্তু সম্প্রতি ডিনিপ্রো নদীর কাছে ইউক্রেনীয় সেনারা অগ্রসর হওয়ায় শহরটিতে চাপে আছে রুশ বাহিনী। ইউক্রেন হামলার আশঙ্কায় শহরটির কয়েক হাজার বেসামরিক নাগরিককে অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দিয়েছে রুশ কর্তৃপক্ষ। সূত্র : বিবিসি



 

Show all comments
  • খোন্দকার শাহজাহান ২৬ অক্টোবর, ২০২২, ৪:৫৬ এএম says : 0
    আমার ধারণা রুশ বাহিনী এখানে তার যে কোন কঠিন অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিয়েছে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ