Inqilab Logo

শনিবার , ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৮ আশ্বিন ১৪৩০, ০৭ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরী

অবশেষে ঢাকার আকাশে রোদের দেখা মিলেছে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০২২, ১০:২৩ এএম

অবশেষে ঢাকার আকাশে রোদের দেখা মিলেছে। তবে আকাশে বিক্ষিপ্তভাবে মেঘও রয়েছে। সকালে কোনো কোনো এলাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি হলেও ৯টার পর রোদের দেখা মিলেছে।

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে রাজধানীতে সোমবার (২৪ অক্টোবর) ব্যাপক বৃষ্টিপাত হওয়ায় মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালেও অনেক সড়কে পানি জমে আছে। অনেক এলাকার সড়কে গাছপালা পড়ে থাকায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। যে কারণে গতকালের মতো আজও ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী। তবে সড়ক থেকে গাছপালা সরাতে কাজ করছে ফায়ার সার্ভিস।

সোমবার দিনভর রাজধানীতে ব্যাপক বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়া বয়ে যায়। তবে রাত সাড়ে ১১ টার বৃষ্টিপাত কমে আসে।

এদিকে মঙ্গলবার আংশিক সূর্যগ্রহণ। বাংলাদেশের আকাশ পরিষ্কার থাকলে এ সূর্যগ্রহণ দেখা যাবে বলে জানিয়েছে বাংলাদেশ অধিদপ্তর।

অন্যদিকে সম্পূর্ণ শক্তি নিয়ে উপকূলে আঘাত হানার পর দুর্বল হয়ে স্থল নিম্নচাপে রূপ নিয়েছে ঘূর্ণিঝড় সিত্রাং। সোমবার মধ্যরাতের পর আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের সই করা সর্বশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আবহাওয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ