Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এডিস মশা থেকে সাবধান

চিঠিপত্র

| প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত মশাবাহিত ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব দেখা যায়। তবে এবারে অক্টোবর মাসের শেষ প্রান্তে এসেও সংক্রমণের চিত্র উর্ধ্বমুখী দেখা যাচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব বাড়ছে এবং দীর্ঘায়িত হচ্ছে। এডিস মশা নিধনে ঔষধ ছিটানো হলেও কোনো সমাধান মিলছে না। সরকারি ও বেসরকারি ভবন নির্মাণ কাজ অপরিচ্ছন্ন ও অপরিকল্পিতভাবে পড়ে থাকায় জন্ম নেয় এডিস মশা। শহরের ময়লা ও গার্মেন্টসের বর্জ্য অপরিকল্পিত ফেলে রাখায়, সেখান থেকেও জন্ম নেয় এডিস মশা। শহর, বাড়ি, রাস্তাঘাট ও নির্মাণাধীন সড়ক-ভবন পরিচ্ছন্ন রাখার মাধ্যমে এডিস মশার বংশ বিস্তার রোধ করা যেতে পারে। প্রত্যেক নাগরিককে নিজের অবস্থান থেকে সচেতন হতে হবে এবং নিজেকে সুরক্ষিত রাখতে নিজেকেই ব্যবস্থা নিতে হবে। তাই, এডিস মশা নিধনে জনসচেতনতা বৃদ্ধিতে পোস্টারিং, লিফলেট বিতরণ ও মাইকিংসহ সম্ভাব্য সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষে দৃষ্টি আকর্ষণ করছি।


ইসমাইল হোসেন রাহাত
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন