গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে শাকিল (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ওই ঘটনায় মোটরসাইকেলে থাকা আরোহী আক্কাস (২৪) ও জাকির (২২) নামে আরও দুই যুবক আহত হয়েছেন।
শুক্রবার রাত ৯টার দিকে পোস্তগোলা ব্রিজে ওঠার সময় এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী জাহিদ নামের এক যুবক জানান, রাতে মোটরসাইকেল নিয়ে ওই তিনজন ঘুরতে বের হন। পোস্তগোলা ব্রিজে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। পরে তিনজনকেই উদ্ধার করে পথচারীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শাকিল মারা যান।
তিনি আরো জানান, নিহত যুবক ও আহতরা ধোলাইপার যুক্তিবাদী গলি এলাকায় থাকতেন। আহত জাকির একটি সেলুনের মালিক। ওরা সম্পর্কে তিন বন্ধু।
ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত শাকিল গত রাত ১১টার দিকে চিকিৎসাধীন মারা যান। লাশ মর্গে রাখা হয়েছে। আহত দু’জন চিকিৎসাধীন রয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।