Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোহলির কৃতিত্বে মুগ্ধ আনুশকা, নেচেছেন আনন্দে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০২২, ৯:৫০ এএম

পাকিস্তান নাকি ভারত–কে জিতবে। শেষ মুহূর্তের টানটান উত্তেজনা। অবশেষে নানা নাটকীয়তা শেষে টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলির এক মহাকাব্যিক ইনিংসে পাকিস্তানকে হারিয়েছে ভারত। ম্যাচের পর থেকেই প্রশংসায় ভাসছেন কোহলি। আর তার স্ত্রী আনুশকা শর্মা সেই তালিকায় যুক্ত হবেন না, এমনটা ভাবাই যায় না। এই জয়ে ভারতের সাপোর্টারদের মতো বিরাট কোহলির প্রশংসায় পঞ্চমুখ স্ত্রী অভিনেত্রী আনুশকা শর্মাও।

জানা গেছে, মেয়েকে নিয়ে বাসায় বসে ম্যাচটি দেখেছেন আনুশকা শর্মা। প্রিয় মানুষটির পারফরম্যান্সে মুগ্ধ এই অভিনেত্রী। আনন্দে পাগলের মতো নেচেছেন আনুশকা।

জয়ের পর ইনস্টাগ্রামে তিনি লেখেন: ‘তুমি সুন্দর! সত্যিই তুমি ভীষণ সুন্দর! আজ গোটা দেশের মুখে হাসি ফুটিয়েছ। দিওয়ালির ঠিক আগের সন্ধ্যায় গোটা দেশ হাসছে শুধু তোমার জন্য। তুমি সত্যিই দুর্দান্ত। আমার প্রিয়তম, তুমি একজন অসাধারণ পুরুষ। তোমার জেদ, নিষ্ঠা এবং বিশ্বাস অভাবনীয়! আমি নিজের সেরা ম্যাচ দেখলাম আজ।’

এরপর অভিনেত্রী আরও লিখেছেন: ‘আমাদের মেয়ে খুব ছোট–এটা বোঝার জন্য যে কেন পাগলের মতো ওর মা চিৎকার করছে আর নেচে বেড়াচ্ছে। তবে একদিন ও ঠিক বুঝবে যে ওর বাবা ওই রাতে জীবনের সেরা ইনিংসটা খেলেছিল, সেটাও জীবনের এমন একটা অধ্যায়ের পর, যা ওর বাবার জন্য খুব কঠিন ছিল। কিন্তু সেই মুশকিলগুলো আরও শক্তিশালী এবং অভিজ্ঞ করে তুলেছে তাকে!’

আনুশকার এই পোস্টে মন্তব্য করেছেন কোহলি। ভারতের সাবেক অধিনায়ক লিখেছেন, ‘সব সময় প্রতিটি মুহূর্তে আমার পাশে থাকার জন্য ধন্যবাদ আমার ভালোবাসা। তোমাকে অনেক ভালোবাসি।’

উল্লেখ্য, ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি ও চলচ্চিত্র তারকা আনুশকা শর্মা ২০১৭ সালের ১১ ডিসেম্বর ভালোবেসে একে অপরকে বিয়ে করেন। তাদের একটি কন্যা সন্তান রয়েছে।

বর্তমানে কলকাতায় ঝুলন গোস্বামীর বায়োপিক 'চাকদা এক্সপ্রেস'-এর শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন আনুশকা। এটি প্রযোজনা করছে আনুশকার ভাই কারনিশের প্রযোজনা সংস্থা ক্লিন স্লেট ফিল্মস। ২০২৩ সালে ওটিটি জায়ান্ট নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘চাকদা এক্সপ্রেস’।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আনুশকা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ