Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আনুশকা হত্যা, দারোয়ানের বর্ণনার সাথে দিহানের মিল রয়েছে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২১, ১২:০৫ পিএম

রাজধানীর মাস্টারমাইন্ড স্কুলের ‘ও’ লেভেলের ছাত্রী আনুশকা নূর আমিনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া দিহানের বাসার দারোয়ান দুলালকে আটক করার পর হেফাজতে নেয় পুলিশ। সোমবার (১১ জানুয়ারি) দুপুরের দিকে রাজধানী কলাবাগানের ডলফিন রোড থেকে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

ডিএমপির নিউমার্কেট জোনের এসি আবুল হাসান জানান, ঘটনার পর থেকেই নজরদারিতে ছিলেন ওই বাসার দারোয়ান দুলাল। ঘটনার যথার্থতা যাচাইয়ে তার প্রয়োজন বোধ করায় তাকে হেফাজতে নেওয়া হয়েছে। তার দেওয়া বর্ণনার সঙ্গে দিহানের দেওয়া বর্ণনা মিলিয়ে দেখা হচ্ছে। যেহেতু দারোয়ান এজাহারভুক্ত আসামি নন। তাই তাকে আটক রাখা হবে কিনা সে বিষয়ে নিশ্চিত করে বলতে পারছি না। তাকে জিজ্ঞাসাবাদের পরে যদি মনে হয় ছেড়ে দেওয়া উচিত।

পুলিশ হেফাজতে নেওয়ার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে দারোয়ান দুলাল ঘটনার দিনের যে বর্ণনা দিয়েছেন, তার সাথে দিহানের দেওয়া বর্ণনার বেশিরভাগ মিল পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আনুশকা হত্যা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ