Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিজিটাল মাধ্যমে আনুশকা শর্মার অভিষেক

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০২০, ১১:৫২ পিএম

বেশ কিছু ব্লকবাস্টার ফিল্মে অভিনয় প্রযোজক হিসেবে একাধিক চলচ্চিত্র উপহার দেবার পর বলিউড তারকা আনুশকা শর্মা এবার ডিজিটাল মাধ্যমে পা রাখছেন। ক্লিন স্লেট ফিল্মসের অ্যামাজন প্রাইম অরিজিনালের একটি ওয়েব সিরিজে অভিনয় করবেন তিনি। আনুশকা তার ইনস্টাগ্রামে এই খবর জানিয়েছেন। তিনি এই পোস্টটি কাহিনীকার সুদীপ শর্মা এবং অভিনয়শিল্পী জয়দীপ আহলাওয়াত, নীরাজ কাবি, গুল পানাগ আর স্বস্তিকা মুখার্জীকে ট্যাগ করেছেন। অ্যামাজন প্রাইম নতুন ২০টি অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে, এর একটি হল আনুশকা অভিনীত এই সিরিজ ‘উড়তা পাঞ্জাব’-এর জন্য খ্যাত সুদীপ এর কাহিনী লিখেছেন। জানা গেছে সিরিজটি ইনভেস্টিগেটিভ থ্রিলার ধারার। কাহিনীকার হার্দিক মেহতা বলেছেন : “আমি অ্যমাজনের জন্য সুদীপের সঙ্গে এর কাহিনী লিখছি। অক্টোবর নাগাদ এর চিত্রনাট্য লেখা শেষ হবে আর ডিসেম্বর বা জানুয়ারিতে কাজ শুরু হবে।” আনুশকাকে শেষ দেখা গেছে শাহরুখ খান এবং ক্যাটরিনা কাইফের সহাভিনয়ে আনন্দ এল. রাই পরিচালিত ‘জিরো’তে, ফিল্মটি খুব সুবিধা করতে না পারলেও আনুশকার অভিনয় প্রশংসিত হয়। তিনি ‘ফিলোরি’, ‘এনএইচটেন’ এবং ‘পরী’ ফিল্মগুলো প্রযোজনা করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আনুশকা-শর্মা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ