Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খোঁজ মিললো পাঁচ জার্মান নিয়ে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০২২, ১২:৩৯ পিএম

পাঁচজন জার্মান নাগরিক নিয়ে কোস্টারিকা থেকে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে বলে ধারণা করা হচ্ছে। গত শনিবার (২২ অক্টোবর) লিমন বিমানবন্দর থেকে ২৮ কিলোমিটার দূরে একটি বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে বলে জানিয়েছে কোস্টারিকান কর্তৃপক্ষ। সেটিই পাঁচ জার্মানকে নিয়ে নিখোঁজ হওয়া বিমান বলে ধারণা করা হচ্ছে।
জানা গেছে, নিখোঁজ হওয়া বিমানটিতে জার্মানির সবচেয়ে বড় ফিটনেস চেইন এমসিফিট-এর প্রধান রেইনার শলার তার ব্যবসায়িক পার্টনার ও তাদের বাচ্চাদের সঙ্গে ছিলেন।
শনিবার (২২ অক্টোবর) জার্মানির জননিরাপত্তা মন্ত্রী জর্জ টোরেস জানান, শুক্রবার (২১ অক্টোবর) মেক্সিকো থেকে লিমনের পূর্বাঞ্চলীয় প্রদেশে বিমানবন্দরগামী একটি ব্যক্তিগত ফ্লাইট বিমানের বিষয়ে একটি সতর্কতা পেয়েছেন তারা।
টোরেস তার মন্ত্রণালয় থেকে প্রকাশিত একটি ভিডিও বার্তায় বলেন, বিমানটিতে পাঁচ জার্মান নাগরিক যাত্রী ছিল। বিমানটি কোস্টারিকান ক্যারিবিয়ানের লা ব্যারা দে প্যারিসমিনার কাছে কন্ট্রোল টাওয়ারের সাথে সংযোগ হারায়।
তিনি জানান, বিমানটি সনাক্ত করার জন্য অভ্যন্তরীণ প্রোটোকলটি অবিলম্বে সক্রিয় করা হয়েছে। বিমানটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় নিখোঁজ হয়।
নিখোঁজের পর বিমানটির অনুসন্ধান অভিযান শুরু করলেও, কয়েক ঘণ্টা পরে রাত হয়ে যাওয়ায় ও খারাপ আবহাওয়ার কারণে অনুসন্ধান স্থগিত করা হয় এবং পরদিন আবার তা শুরু হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জার্মানি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ