Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাসপাতালের বোর্ড মিটিং থেকে ময়মনসিংহে জেলা জামায়াতের সেক্রেটারিসহ ১৯ জন আটক

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০২২, ১০:১৩ এএম

ময়মনসিংহ নগরীর একটি হোটেল থেকে শনিবার দুপুরে জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি মোজাম্মেল হকসহ ১৯ জনকে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। তাদের বিরুদ্ধে রাষ্টীয় ক্ষতিকর কাজে লিপ্ত হওয়ার উদ্দেশ্যে গোপন পরিকল্পনা করার অভিযোগ আছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ।

তিনি জানান, তাদের মধ্যে কয়েকজনের নামে মামলা ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে। আটককৃতদের মধ্যে পাঁচজন জামায়াতের পদবিধারী নেতা রয়েছেন। তাদেরকে থানা হেফাজতে জিঞ্জাসাবাদ করা হচ্ছে বলেও জানান ওসি।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক আলকেমি হাসপাতালের একজন বোর্ড সদস্য জানান, প্রতি তিন মাস পরপর চরপাড়া এলাকায় অবস্থিত আলকেমি হাসপাতালের বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়। শনিবার হাসপাতালের সামনে সালতানাত নামের হোটেলে বরাবরের মতো বোর্ড মিটিং চলছিল। মিটিং শেষে দুপুরের খাবারের ঠিক পুর্ব মুহূর্তে প্রথমে ডিবি পুলিশ হোটেলে প্রবেশ করে। পরমুহূর্তে কোতোয়ালী থানার পুলিশ আসে। তারা গোপন বৈঠকের কথা বললে পুলিশকে জানানো হয় যে আলকেমি হাসপাতালের বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়েছে। এরপর পুলিশ তাদের খাতাপত্র পরীক্ষা করে বলে থানায় যেতে হবে।

বিকেলে সবাইকে থানায় নিয়ে যাওয়া হয়। আটককৃত সবাই আলকেমি হাসপাতালের বোর্ড সদস্য। প্রত্যক্ষদর্শীরা জানান, আটককৃতদের মাঝে কয়েকজনকে পুলিশ ছেড়েও দিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ