Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাস্তা নাকি ময়লার ভাগাড়?

চিঠিপত্র

| প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে রংপুর জেলার পীরগঞ্জ পৌরসভার কোনো কোনো রাস্তা। সরকারি শাহ্ আব্দুর রউফ কলেজের ঠিক পাশে স্থাপন করা হয়েছে ময়লা ফেলার ডাস্টবিন। পীরগঞ্জ বন্দরে প্রবেশের একমাত্র রাস্তা এই কলেজ রোড। ময়লা আবর্জনায় ডাস্টবিন ভরে যাওয়ার পরেও তা পরিষ্কার না করে রাস্তার মাঝেই ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। এতে দুর্ভোগে পড়তে হচ্ছে এলাকাবাসীসহ পথচারীদের। ময়লা আবর্জনা দুর্গন্ধে অসহনীয় হয়ে উঠেছে চারপাশের পরিবেশ। রাস্তার পাশে ময়লা আবর্জনার স্তূপে বেড়েছে পরিবেশ দূষণ। নানা রোগ জীবাণু ছড়িয়ে পড়ায় হুমকির মুখে পড়েছে জনস্বাস্থ্য। শুধু এটিই নয় নগরীর প্রতিটি ডাস্টবিনের চিত্র প্রায় একই। দ্রুত এসব ময়লা-আবর্জনা সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

আল-কোরশী আরশ
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়,কুষ্টিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন