বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নাটোর জেলা সংবাদদাতা : গুরুদাসপুরের বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ রেজাউল করিম কর্তৃক হাইকোর্টে রিট আবেদন করায় নতুন সংযুক্ত অধ্যক্ষ আলী আশরাফের পদ চার মাসের জন্য স্থগিত হওয়ার প্রতিবাদে এবং বন্ধ হয়ে যাওয়া বেতন-ভাতা পাওয়ার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা। রোববার বেলা ১১টার দিকে কলেজ চত্বর থেকে উপজেলা পরিষদ পর্যন্ত ওই বিক্ষোভ শেষে ইউএনও অফিসের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে বক্তব্য রাখেন প্রভাষক আবু ইউনুস, আব্দুর রশিদ, এ কে আজাদ, মোস্তাফিজুর রহমান, মাহাবুবা বেগম, মিজানুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, তাদের দাবি মানা না হলে অনশন, ধর্মঘট, প্রতিবাদ সমাবেশ ও অনির্দিষ্টকালের জন্য কলেজে ক্লাস বর্জন অব্যাহত থাকবে। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি পেশ করেন। জানা যায়, চলতি বছরের ২৮ এপ্রিল কলেজটি সরকারিকরণ করা হয়। ১১ জুলাই নতুন সংযুক্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ পান আলী আশরাফ। এরই প্রেক্ষিতে সাবেক অধ্যক্ষ রেজাউল করিম অধ্যক্ষ পদ বহাল রাখার দাবিতে সম্প্রতি হাইকোর্টে রিট আবেদন করেন। ফলে হাইকোর্ট ২০ নভেম্বর সংযুক্ত অধ্যক্ষ আলী আশরাফের নিয়োগাদেশ চার মাসের জন্য স্থগিত করেন। এ ব্যাপারে রেজাউল করিম বলেন, কলেজের কোনো বেতন-ভাতা বন্ধ হয়নি। আলী আশরাফ উচ্চ আদালতে আমার দায়েরকৃত রিট আবেদন স্থগিতের জন্য আবেদন না করে বরং কলেজের শিক্ষক-কর্মচারীদের উসকে দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছেন। আমি কোর্টের আদেশ বা নিয়মের বাইরে কিছুই করব না। অপর দিকে নতুন অধ্যক্ষ আলী আশরাফকে না পেয়ে এবং রোববার বেলা ১টার দিকে তার মুঠোফোন বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।