Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইন মহাবিদ্যালয়গুলো পড়েছে বিপর্যয়ে

| প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : জাতীয় বিশ্ববিদ্যালয়ের শর্ত এবং বিভিন্ন সমস্যা নিয়ে আইন মহাবিদ্যালয়গুলো চরম বিপাকে রয়েছে। নানা সমস্যায় জর্জরিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন আইন মহাবিদ্যালয়গুলো। আইন কলেজ গুলোয় সরকারি সহযোগিতাও নেই। সমস্যাগুলো সমস্যা সমাধানে এগিয়ে আসার জন্য সরকারের প্রতি আহŸান জানিয়েছেন রাজশাহী রংপুর ও খুলনা বিভাগের আয়োজিত এক আলোচনা সভায় অধ্যক্ষবৃন্দ। গতকাল রাজশাহী আইন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অ্যাড, আকবর আলীর সভাপতিত্বে কলেজ হল রুমে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্তৃক দেশের আইন মহাবিদ্যালয় সমূহে সৃষ্ট জটিলতা বিষয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ঢাকা জাতীয় সিটি আইন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এম এ আওয়াল, খুলনা আইন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ চৌধুরী মহিবুর রহমান। এছাড়াও বক্তব্য তুলে ধরেন রংপুর, বাগেরহাট, পাবনা, বগুড়া, সিরাজগঞ্জ, কুষ্টিয়া ও গাইবান্ধার প্রতিনিধিরা।
সভায় তারা দেশের আইন মহাবিদ্যালয়ের যে সব সমস্যা রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে অধিভুক্ত নবায়ন মঞ্জুর না করা, অধ্যক্ষ ও শিক্ষক নিয়োগ সংক্রান্ত সমস্যা, অধ্যক্ষ এবং প্রভাষকদের বেতন ভাতাদি সংক্রান্ত সমস্যা, ভর্তি এবং পরীক্ষা ফরম পুরণের সার্ভার সংক্রান্ত সমস্যা ও অধিভুক্তি নবায়ন ফি বৃদ্ধি ও জরিমানা সংক্রান্ত সমস্যার কারণে আইন মহাবিদ্যালয়গুলো পরিচালনায় সমস্যার সৃষ্টি হচ্ছে। তারা জানান, সরকারি অনুদান ছাড়াই অভিজ্ঞ শিক্ষানুরাগী আইনজীবী নামমাত্র সম্মানীতে খÐকালীন শিক্ষক হিসাবে শিক্ষাদান কার্যক্রম চালিয়ে আসছেন। অথচ জাতীয় বিশ্ববিদ্যালয় শুধু পাঠদানের অনুমতি, পরীক্ষা নিয়ন্ত্রণ ও গভর্নিং বডির অনুমোদন দিয়ে থাকলেও শিক্ষকদের সুখ দুখের সাথে তাদের কোন সংশ্লিষ্টতা থাকে না।
শিক্ষক নেতৃবৃন্দ বলেন, এরপরও জাতীয় বিশ্ববিদ্যালয় বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের বিধি বিধান অনুযায়ী পূর্ণকালীন অধ্যক্ষ ও শিক্ষক নিয়োগের নির্দেশ দিয়েছে। তাছাড়া পূর্ণকালীন নিয়োগ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অধিভুক্ত নবায়ন মঞ্জুর করছে না। সরকারি অনুদান ছাড়াই শিক্ষার্থীদের থেকে নেয়া ফি দিয়ে চলে শিক্ষকদের সম্মানী ও একাডেমিক কার্যক্রম। সভায় অভিযোগ করা হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি নিয়ে কেন্দ্রে যোগাযোগ করা হলে তারা সমস্যার সমাধানে এগিয়ে আসেন না। দেশের সব আইন মহাবিদ্যালয়গুলোকে মনে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় এক ঘরে করে রেখেছে। পারলে বন্ধ করে দেবে দেশের আইন মহাবিদ্যালয়গুলো আইন শিক্ষা কার্যক্রম বিপর্যয়ের মুখে পতিত হয়েছে। এ সমস্যা সমাধানে সকলের সহযোগিতার আহŸান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ