Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাদে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সরকারবিরোধীদের সঙ্গে সংঘর্ষে নিহত ৭২

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০২২, ৯:৫১ এএম

মধ্য আফ্রিকার দেশ চাদের দুই শহরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সরকার বিরোধী বিক্ষোভকারীর সংঘর্ষে ৭২ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অনেকে। গতকাল বৃহস্পতিবার চাদের রাজধানী ও মোউনদুতে সহিংসতা ছড়ানোর কথা জানায় প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এসময় রাজধানীতেই সংঘাতে প্রাণ হারায় কমপক্ষে ৪০ জন বিক্ষোভকারী। আহত হয়েছেন বহু মানুষ। তাছাড়া দ্বিতীয় বৃহত্তম শহর মোউনদুতেও নিরাপত্তা বাহিনীর সাথে বিক্ষোভকারীরা সহিংসতায় জড়ান। সেখানে প্রাণ হারায় কমপক্ষে ৩২ জনের।

দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর দোবা ও সারাহতেও ছড়িয়েছে অস্থিরতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকাগুলোয় জারি করা হয়েছে কারফিউ।
সম্প্রতি অন্তর্র্বতীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিজ ক্ষমতার মেয়াদ দুই বছর বৃদ্ধির ঘোষণা দেন মাহামেত ইদ্রিস দেবি। এ ঘোষণার পর সাধারণ জনতার মাঝে ছড়িয়ে পরে ক্ষোভ। কারণ- গেল বছর আততায়ীর হাতে খুন হওয়ার আগ পর্যন্ত ৩ দশক ধরে দেশটির ক্ষমতায় ছিলেন দেবির বাবা। ওই পরিবারের শাসনে ক্ষুব্ধ চাদবাসী। সূত্র : এপির।



 

Show all comments
  • হাসান করিম ২১ অক্টোবর, ২০২২, ৩:৩১ পিএম says : 0
    OIC কি মৃত না জীবিত ? এই যে বছরের পর বছর মুসলিম অধ্যুষিত আফ্রিকার দেশ গুলিতে ভ্রাতৃঘাতী সংঘর্স চলছে। এব্যাপারে OICর কি কিছুই করনীয় নেই? কোন নিউজে তো তাদের কোন ভুমিকা দেখিনা ? মহাপরিচালক সাহেব কে অনুরোধ করি সক্রিয় হোন এবং মুসলিম উম্মার জন্য যা যা করণীয় তা করুন । কোন বাধা আসলে তা অগ্রাহ্য করে এগিয়ে যান আর তা না পারলে পদত্যাগ করে উদাহরণ সৃষ্টি করুন । উম্মাহকে বাচান।
    Total Reply(0) Reply
  • হাসান করিম ২১ অক্টোবর, ২০২২, ৩:৩০ পিএম says : 0
    OIC কি মৃত না জীবিত ? এই যে বছরের পর বছর মুসলিম অধ্যুষিত আফ্রিকার দেশ গুলিতে ভ্রাতৃঘাতী সংঘর্স চলছে। এব্যাপারে OICর কি কিছুই করনীয় নেই? কোন নিউজে তো তাদের কোন ভুমিকা দেখিনা ? মহাপরিচালক সাহেব কে অনুরোধ করি সক্রিয় হোন এবং মুসলিম উম্মার জন্য যা যা করণীয় তা করুন । কোন বাধা আসলে তা অগ্রাহ্য করে এগিয়ে যান আর তা না পারলে পদত্যাগ করে উদাহরণ সৃষ্টি করুন । উম্মাহকে বাচান।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চাদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ