Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গ্রান্ট শেপস যুক্তরাজ্যের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০২২, ৯:৪৮ এএম

যুক্তরাজ্যের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন টোরি নেতা গ্রান্ট শেপস। এর আগে হঠাৎই স্বরাষ্ট্রমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দেন সুয়েলা ব্রেভারম্যান।দায়িত্ব নেয়ার মাত্র ৪৩ দিনের মাথায় সরে দাঁড়ালেন তিনি। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

বুধবার ইমেইলের মাধ্যমে ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাসের কাছে পদত্যাগপত্র পাঠান তিনি। চিঠিতে ট্রাসের পরিকল্পনা নিয়ে ক্ষোভ জানান সুয়েলা। এরপর তড়িঘড়ি দায়িত্ব দেয়া হয় গ্রান্ট শেপসকে। এর আগে ব্রিটিশ সরকারের পরিবহন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। কনজারভেটিভ প্রধান নির্বাচনের সময় ঋষি সুনাকের সমর্থক ছিলেন শেপস।

গত সপ্তাহেই ব্রিটেনের অর্থমন্ত্রীর দায়িত্ব ছাড়েন কাওয়াসি কোয়ারটেং। ওই পদে নিয়োগ পান জেরেমি হান্ট। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দুই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে পরিবর্তন আরও চাপে ফেললো প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাজ্য


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ