Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্র এবং ইউরোপকে ৩০ মিনিটে ধ্বংসের ক্ষমতা রাখে রাশিয়া : মাস্ক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

ইউক্রেন যুদ্ধ ঘিরে পারমাণবিক অস্ত্র নিয়ে উত্তেজনা দিন দিন বাড়ছে। এই সময়ে রাশিয়ার পারমাণবিক সক্ষমতা নিয়ে ‘বিস্ফোরক’ এক মন্তব্য করেছেন ইলন মাস্ক। এক টুইটে তিনি বলেছেন, রাশিয়া পরমাণু অস্ত্র দিয়ে ৩০ মিনিটের কম সময়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপকে সম্প‚র্ণর‚পে ধ্বংস করার ক্ষমতা রাখে।” স¤প্রতি যুদ্ধ পরিস্থিতি নিয়ে নানা মন্তব্য করে আলোচিত-সমালোচিত হচ্ছেন বিশ্বের শীর্ষ ধনী যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান ইলন মাস্ক। এ মাসের শুরুতে ইউক্রেইন-রাশিয়া যুদ্ধের অবসানে টুইটারে একটি ‘শান্তি পরিকল্পনা’ প্রকাশ করে তিনি সমালোচিত হন। তার দিনকয়েক পর চীন ও তাইওয়ানের মধ্যকার চলমান উত্তেজনা প্রশমনের উপায় বলে দিয়ে তিনি বেইজিংয়ের প্রশংসাও পেয়েছেন। সম্প্রতি মাস্কের একজন অনুসারী তার টুইটার একাউন্টে বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদন টুইট করেন। রয়টার্সের ওই প্রতিবেদনে সোমবার থেকে বি-৫২ বোমারু বিমান নিয়ে নেটোর পরমাণু অস্ত্রের মহড়া শুরুর কথা জানানো হয়। সেখানেই রি-টুইট করে মাস্ক রাশিয়ার পারমাণবিক সক্ষমতা নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, ‘‘রাশিয়া ৩০ মিনিটেরও কম সময়ে পারমাণবিক ক্ষেপণাস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপকে সম্প‚র্ণ ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। তাদেরও ঠিক একই সক্ষমতা রয়েছে। অবাক করার মতো বিষয় হচ্ছে, বেশির ভাগ মানুষই এটা জানেন না। অবশ্যই এসব অস্ত্রের ব্যবহার করাটা হবে পাগলামো, কিন্তু এখন যে পরিস্থিতি বিরাজ করছে সেটিও আসলে পাগলামো।” সেখানে আরো অনেকে পক্ষে-বিপক্ষে নানা মন্তব্য করেন। মাস্ক সেখানে আবার টুইট করেন। এবার তিনি লেখেন, ‘‘অবশ্যই কোনো দায়িত্ববান ব্যক্তি পারমাণবিক যুদ্ধ শুরু করতে চাইবেন না। কিন্তু এই যুক্তির সমস্যাটা হলো, যদি দায়িত্ববান মানুষদের সঙ্গেই আমাদের কাজ চলতো, তবে যুদ্ধ আমাদের তালিকায় প্রথমে থাকতো না।” গত ৩ অক্টোবর পরপর কয়েকটি টুইটে ইউক্রেইন-রাশিয়া যুদ্ধে মৃতের সংখ্যা বাড়তেই থাকবে এবং শেষ পর্যন্ত পারমাণবিক হামলার আশঙ্কা উল্লেখ করে রাশিয়া ও ইউক্রেইনের মধ্যে ‘শান্তির ডাক’ দিয়েছেন মাস্ক। তারপরের টুইটে জরিপ চালু করেছেন তিনি। জরিপের প্রশ্নে ইউক্রেইন আর রাশিয়ার মধ্যে শান্তির জন্য চারটি ‘শর্তের’ কথা উল্লেখ করে তার পক্ষে-বিপক্ষে টুইটার ভক্তদের মতামত চেয়েছিলেন টেসলা ও স্পেসএক্স প্রধান। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাস্ক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ