Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশিয়ায় যুদ্ধবিমান বিধ্বস্তে নিহত বেড়ে ১৩

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০২২, ১:০৬ পিএম

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় সীমান্তবর্তী শহর ইয়েস্কের একটি আবাসিক এলাকায় দেশটির একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় অন্তত ১৩ জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনটি শিশু। তবে বিধ্বস্ত হওয়ার আগেই বিমানের পাইলটরা নিরাপদে বের হতে পেরেছেন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটির পাইলটদের প্রতিবেদন অনুযায়ী, বিধ্বস্ত বিমানটি একটি প্রশিক্ষণ এসইউ-৩৪ বোমারু বিমান। ফ্লাইট চলাকালীন বিমানটির একটি ইঞ্জিনে আগুন ধরে গিয়েছিল।
বিমানটি একটি আবাসিক অ্যাপার্টমেন্ট ব্লকে বিধ্বস্ত হয় এবং বিমানের জ্বালানি ছড়িয়ে গিয়ে একটি অ্যাপার্টমেন্ট ব্লকে আগুন লেগে যায়। আগুন ভয়াবহ আকার ধারণ করলে ৯ তলা ভবনটি থেকে ৬৪ জনকে উদ্ধার করে কাছের একটি স্কুলে সরিয়ে নেওয়া হয়। ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা অভিযান চালাচ্ছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ