Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউক্রেনের পাঁচটি গোলাবারুদ ডিপো ধ্বংস করেছে রুশ সেনা

আরো তিনটি মার্কিন এম৭৭৭ হাউইৎজার হারিয়েছে কিয়েভ ন্যাটো জড়িত থাকা সত্ত্বেও রাশিয়া ইউক্রেনে অভিযান চালিয়ে যাবে :: রাশিয়ায় সেনা প্রশিক্ষণ কেন্দ্রে বন্দুক হামলা : নিহত ১১, আহত ১৫ :: ই

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগর কোনাশেনকভ গতকাল এক ব্রিফিংয়ে বলেছেন, রুশ সশস্ত্র বাহিনী খেরসন অঞ্চল, ডোনেৎস্ক পিপলস রিপাবলিক এবং জাপোরোজিয়া শহরে পাঁচটি গোলাবারুদ ডিপো ধ্বংস করেছে।

‘কৌশলগত এবং সেনা বিমান, ক্ষেপণাস্ত্র এবং আর্টিলারি সৈন্যরা গত ২৪ ঘন্টায় ডোনেৎস্ক পিপলস রিপাবলিকের কোরোভি ইয়ার, খারকভ অঞ্চলের নভোসিনোভো বসতিতে এবং নিকোফোরভকা বসতিগুলির কাছে তিনটি কমান্ড পয়েন্টে ধ্বংস করেছে। পাশাপাশি ৪২টি আর্টিলারি ইউনিটের অবস্থানগুলিকে আঘাত করেছে, ১৪১টি এলাকায় সেনা এবং সামরিক সরঞ্জামের উপরে হামলা করা হয়েছে,’ তিনি উল্লেখ করেছেন। তার মতে, খেরসন অঞ্চলের ডেভিডভ ব্রডের কাছে, ডোনেৎস্ক পিপলস রিপাবলিকের শান্দ্রিগোলোভো এবং জাপোরোজিয়ার একটি শিপইয়ার্ডের কাছে পাঁচটি গোলাবারুদ ডিপো ধ্বংস করা হয়েছিল। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, রুশ সেনারা খারকভ অঞ্চলে মার্কিন তৈরি তিনটি এম৭৭৭ হাউইটজার ধ্বংস করেছে। ‘খারকভ অঞ্চলের জাগ্রিজোভো বসতির কাছে তিনটি মার্কিন তৈরি এম৭৭৭ হাউইৎজার ধ্বংস করা হয়েছে,’ তিনি উল্লেখ করেছেন।

কোনাশেনকভ বলেন, ইউক্রেন জাপোরোজিয়া এলাকায় ৪০ জনের বেশি সেনা হারিয়েছে। ‘রাশিয়ান বাহিনী জাপোরোজিয়ার দিকে অক্ষ বরাবর ডোনেৎস্ক পিপলস রিপাবলিকের ভ্রেমেভকা বসতি এলাকায় তাদের অবস্থানে শত্রুদের ধ্বংস করতে থাকে এবং ডনেৎস্ক পিপলস রিপাবলিকের নেস্কুচনয়ে বসতি এলাকায় প্রভাবশালী উচ্চতা নিয়ন্ত্রণে নেয়,’ তিনি বলেন।

ন্যাটো জড়িত থাকা সত্ত্বেও রাশিয়া ইউক্রেনে অভিযান চালিয়ে যাবে : ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রসিয়া-১ কে বলেছেন, ন্যাটো আসলে ইউক্রেনের সংঘাতে জড়িয়ে পড়েছে তবে এটি কোনওভাবেই রাশিয়ার লক্ষ্যকে প্রভাবিত করছে না। গতকাল টিভি প্রোগ্রামে পাভেল জারুবিনকে দেয়া এক সাক্ষাতকারে পেসকভ বলেন, ‘প্রকৃতপক্ষে, ন্যাটো ইউক্রেনের সংঘাতে জড়িয়ে পড়েছে। তবে, এটি কোনোভাবেই আমাদের লক্ষ্যকে প্রভাবিত করছে না।’ তিনি বলেন, ‘অভিযান অব্যাহত থাকবে এবং আমরা এটির মধ্য দিয়ে যাব।’ ‘আপাতদৃষ্টিতে, এটি আমাদের অর্থনৈতিক এবং অন্যান্য বাহিনীকে একত্রিত করতে বাধ্য করছে। কিয়েভ শাসন এক জিনিস কিন্তু ন্যাটোর সম্ভাবনা অন্য জিনিস। এর অর্থ একটি অতিরিক্ত বোঝা। তবে, আমাদের সম্ভাবনা আমাদের এই পরিস্থিতিতে অপারেশন চালিয়ে যেতে সক্ষম করে তোলে,’ পেসকভ উল্লেখ করেন।

রাশিয়ায় সেনা প্রশিক্ষণ কেন্দ্রে বন্দুক হামলায় নিহত ১১ : রাশিয়ার একটি সেনা প্রশিক্ষণ কেন্দ্রে গতকাল বন্দুকধারীদের হামলায় ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। ইউক্রেনের কাছে অবস্থিত ওই সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে শনিবার (১৫ অক্টোবর) এই হামলা ও প্রাণহানির ঘটনা ঘটে। প্রতিবেদনে বলা হয়েছে, আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণের সময় দুই ব্যক্তি ইউক্রেনে স্বেচ্ছায় যুদ্ধ করতে আসা একটি দলের ওপর গুলি চালায় বলে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন বার্তাসংস্থা আরআইএ জানিয়েছে।

হামলাকারীরা সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের নাগরিক বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। তবে এর বেশি আরও বিস্তারিত তথ্য জানায়নি তারা। ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার বেলগোরোড অঞ্চলে ঘটনার সময় ওই হামলাকারীকেও গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। মরুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বিবৃতি উদ্ধৃত করে বার্তাসংস্থা আরআইএ বলেছে, ‘যেসব ব্যক্তি স্বেচ্ছায় (ইউক্রেনের বিরুদ্ধে) বিশেষ সামরিক অভিযানে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন, তাদের আগ্নেয়াস্ত্র পরিচালনার প্রশিক্ষণের সময় সন্ত্রাসীরা তাদের ওপর ছোট অস্ত্র দিয়ে গুলি চালায়।’ মএতে আরও বলা হয়, ‘বন্দুক হামলার কারণে ১১ জন মারাত্মকভাবে গুলিবিদ্ধ হন। এছাড়া আহত আরও ১৫ জনকে বিভিন্ন মাত্রার আঘাতসহ চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।’

গত মাসে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ইউক্রেনে সামরিক গতিবিধি বাড়াতে আংশিক সেনা সমাবেশের ঘোষণা দেন। এতে করে ৩ লাখ রাশিয়ান নাগরিককে ইউক্রেনের যুদ্ধে পাঠাতে একত্রিত করতে পারবে মস্কো কর্তৃপক্ষ। প্রেসিডেন্ট পুতিনের ওই আদেশটি রাশিয়াজুড়ে বিক্ষোভের জন্ম দেয় এবং বহু রুশ নাগরিক দেশ ছেড়ে যাওয়ার চেষ্টা করেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু অক্টোবরের শুরুতে ঘোষণা করেছিলেন, ইতোমধ্যে ২ লাখেরও বেশি রিজার্ভ সেনার খসড়া করা হয়েছে।

ইউক্রেনে উত্তেজনা কমানোর প্রচেষ্টা ব্যর্থ হয়েছে, স্বীকোরক্তি মাস্কের : মার্কিন ব্যবসায়ী ইলন মাস্ক বলেছেন যে, ইউক্রেনের চারপাশের পরিস্থিতিতে উত্তেজনা কমাতে তার সমস্ত প্রচেষ্টা ফলপ্রসূ হয়নি। ‘আমি এ পরিস্থিতি কমানোর জন্য আমার সর্বোচ্চ চেষ্টা করছি এবং স্পষ্টতই ব্যর্থ হচ্ছি,’ মাস্ক টুইট করেছেন। ৩ অক্টোবর, মাস্ক ইউক্রেনে শান্তির জন্য তার দৃষ্টিভঙ্গি শেয়ার করেছেন। শনিবার এই ব্যবসায়ী বলেছেন যে, স্পেসএক্স কোম্পানি ইউক্রেনের স্টারলিঙ্ক যোগাযোগ ব্যবস্থার কার্যক্রমের জন্য অর্থ প্রদান অব্যাহত রাখবে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গত শুক্রবার ইউক্রেনে এ পরিষেবা চালু রাখতে অপারগতা জানানোর পর শনিবার আবার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন টেসলার প্রধান ইলন মাস্ক। এ বিষয়ে গতকাল এক টুইটার পোস্টে মাস্ক বলেছেন, ‘যদিও স্টারলিংক এই মুহূর্তে লোকসানের মধ্য দিয়ে যাচ্ছে এবং অন্যান্য সংস্থা করদাতাদের কাছ থেকে কোটি কোটি মার্কিন ডলার পাচ্ছে, এর পরেও আমরা ইউক্রেন সরকারকে বিনা মূল্যেই ইন্টারনেট সেবা দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

ইউক্রেন সংঘাতের সমাধান যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উপর নির্ভর করে : ইউক্রেন সংঘাত এক সপ্তাহের মধ্যে সমাধান করা যেতে পারে, এবং এটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের উপর নির্ভর করে, বেলারুশিয়ান প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো এনবিসি-র সাথে একটি সাক্ষাতকারে বলেছেন। শনিবার বেলটা নিউজ এজেন্সি দ্বারা উদ্ধৃত করা সাক্ষাতকারে লুকাশেঙ্কো বলেন, ‘এটা সবই নির্ভর করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের ওপর। আগামীকাল যদি আপনি বুঝতে পারেন যে আমাদের আলোচনার টেবিলে বসতে হবে এবং একটি সমাধান খুঁজে বের করতে হবে, বিশ্বাস করুন, আমরা এক সপ্তাহের মধ্যে সমাধান খুঁজে পাব।’

খেরসন অঞ্চলে অভিযানে ব্যর্থ হয়েছে ইউক্রেনের সেনা : ইউক্রেনের সশস্ত্র বাহিনী খেরসন অঞ্চলে তাদের আক্রমণাত্মক অভিযানে ব্যর্থ হয়েছে, এই অঞ্চলের ভারপ্রাপ্ত ডেপুটি গভর্নর কিরিল স্ট্রেমাসভ শনিবার তার টেলিগ্রাম চ্যানেলে লিখেছেন। ‘এটি খেরসন অঞ্চলে ইউক্রেনীয় নাৎসিদের আক্রমণের সম্পূর্ণ ব্যর্থতা। রাশিয়ান সেনাবাহিনী বেরিসলাভ, খেরসন অঞ্চলের দিকে আক্রমণের চেষ্টাকে প্রতিহত করেছে,’ স্ট্রেমাসভ বলেছেন।

জ্বালানি সঙ্কটে বিপর্যয়ের মুখে ইউরোপ : ইউরোপের অন্যতম দেশ ইতালিতে বিদ্যুৎ বিল প্রায় দ্বিগুণ বেড়েছে। শনিবার লা রিপাব্লিকা সংবাদপত্রের উদ্ধৃতি দিয়ে নোমিসমা এনার্জিয়ার প্রেসিডেন্ট ডেভিড তাবারেলি এ তথ্য জানিয়েছেন। ‘যে জিনিসগুলি আগে দেখা যায়নি: আমরা শুল্কের প্রায় দ্বিগুণ বৃদ্ধি লক্ষ্য করছি যা বছর থেকে তারিখের একই স্তরে বজায় রাখা হয়েছিল,’ সংবাদপত্রের উদ্ধৃতি দিয়ে বিশেষজ্ঞ বলেছেন।

গ্যাসের দাম আগে প্রতি ঘনমিটারে ০ দশমিক ৭ থেকে ০ দশমিক ৮ ইউরো ছিল, এ বছরের শুরুর দিকে যার দাম বেড়ে ১ দশমিক ৩৭ ইউরো হয়েছে এবং ‘অক্টোবরে ২ দশমিক ৩ ইউরোর ছাড়িয়ে যাচ্ছে,’ তাবারেলি উল্লেখ করেছেন। ‘ইউরোপ এবং ইতালি জ্বালানির প্রচণ্ড সঙ্কট অনুভব করছে যা আগে কখনো দেখা যায়নি,’ বিশেষজ্ঞ যোগ করেছেন। আসন্ন শীতকালে ইতালীয়দের গ্যাস রেশনের জন্য প্রস্তুত থাকতে হবে, তাবারেলি বলেছেন। সূত্র : তাস, বিবিসি নিউজ, দ্য গার্ডিয়ান, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ