Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমেরিকান পণ্য এখন ফ্লোরমার শোরুমে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০২২, ৮:৫২ পিএম

এখন থেকে রাজধানীর ব্র্যান্ড শপ ফ্লোরমার এর শো’রুমে পাওয়া যাবে আমেরিকান ব্র্যান্ড নিওর, সিয়োডিল, ব্লেজ ও স্কিন এবং হারলেন-এর পণ্য। ঢাকায় ফ্লোরমারের ১১টি আউটলেটে এসব পণ্য বিক্রির আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয় গতকাল শনিবার। এ উপলক্ষ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঢাকায় রিমার্ক এইচ বি লিমিটেডের বোর্ডরুমে আয়োজিত উক্ত অনুষ্ঠানে নিওরের হেড অফ সেলস মিজানুর রহমান এবং ফ্লোরমারের হেড অফ সেলস এন্ড অপারেশন্স আবদুল্লাহ আল মামুন চুক্তিতে স্বাক্ষর করেন।

এছাড়াও একই সঙ্গে ই-কমার্স সাইট লাভিট ডট কমেও ( luvit.com.bd ) পাওয়া যাবে নিওর, সিয়োডিল, ব্লেজ ও স্কিন এবং হারলেন ব্র্যান্ডের পণ্য। এ লক্ষ্যে পৃথক চুক্তিতে স্বাক্ষর করেন রিমার্কের হেড অফ লিগ্যাল এন্ড কমপ্লায়েন্স ব্যারিস্টার ইসমাইল হোসেন ও ফ্লোরমারের হেড অফ সেলস আবদুল্লাহ আল মামুন । এসময় ব্র্যান্ডগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফ্লোরমারের সঙ্গে চুক্তির ফলে বাংলাদেশের ভোক্তাদের কাছে আন্তর্জাতিক মান সম্পন্ন প্রসাধনী সামগ্রী আরও সহজলভ্য হবে বলেই সংশ্লিষ্টদের বিশ্বাস।

উল্লেখ্য, ১৯৭০ সালে যাত্রা শুরু করে বিশ্বখ্যাত তুর্কি ব্র্যান্ড ফ্লোরমার। তুরস্কের প্রসাধনী বাজারে ২১% শেয়ার দখলকারী ১নং এই ব্র্যান্ডের বিস্তার ৭টি মহাদেশের ১০৪ টিরও বেশি দেশে।

অন্যদিকে, গত দুই যুগেরও বেশি সময় ধরে বিশ্ব বাজারে সাজ-সজ্জার অনুষঙ্গ হিসেবে নারীদের কাছে প্রাধান্য পেয়ে আসছে বিখ্যাত আমেরিকান কালার কসমেটিকস ব্র্যান্ড নিওর। লিপকালার, লিপস্টিক, মাশকারা, আইলাইনার, আইব্রো পেন্সিল ও স্কিনকেয়ার রেঞ্জ নিয়ে ভোক্তাদের মন জয় করে আসছে এই ব্র্যান্ডটি।

বিশ্বখ্যাত আমেরিকান স্কিনকেয়ার ব্র্যান্ড সিয়োডিল অ্যান্টি অ্যাকনি, অ্যান্টি অ্যাজিং, ব্রাইটেনিং, ময়েশ্চারাইজিং, এ·ফোলিয়েটর এবং হেয়ার কেয়ার এই ৬টি লাইনআপ নিয়ে দারুণভাবে ভোক্তাদের স্কিন সংক্রান্ত নানা সমস্যার সমাধান করে আসছে।

শাওয়ার জেল, বডি লোশন, বডি স্ক্রাব, বডি জেলি, বডি মিস্ট, ক্লিনজার, ময়েশ্চারাইজার, ফেস শিট মাস্ক, হাইড্রোজেল আই প্যাচ, লিপ মাস্ক, ফেস স্ক্রাব, সিরাম, টোনার, হোয়াইট ব্ল্যাক ফেস মাস্ক, গ্রিন ক্লে মাস্ক, স্লিপিং মাস্ক এবং মাইসেলার ওয়াটারের মতো স্কিন কেয়ারের বিভিন্ন পণ্য নিয়ে কাজ করছে ব্র্যান্ড ব্লেজ ও স্কিন।

এদিকে কালার কসমেটিক ব্র্যান্ড হারলেনে আছে প্রাইমার, ফাউন্ডেশন, ফেস পাউডার, কনসিলার, ব্লাশ, ব্রোঞ্জার, হাইলাইটার, লুজ পাউডার, মেকআপ সেটিং স্প্রে টু ইন ওয়ান, লিপ স্ট্রোব, লিকুইড লিপস্টিক, বুলেট লিপস্টিক, আই শ্যাডো, আই লাইনার, আইব্রো পেন্সিল, মাসকারা, রেগুলার নেইল পলিশ, জেল নেইল পলিশ, হলোগ্রাফিক নেইল পলিশ ও গ্লিটার নেইল পলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ