গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক মফিজুর রহমানের আশিকের রিমান্ড বাতিল করে তার মুক্তি দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রোববার (১৬ অক্টোবর) বিকেলে রিজভী গণমাধ্যমের কাছে অভিযোগ করে বলেন, গত দুইদিন আগে ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক মফিজুর রহমানের আশিককে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিলেও তা স্বীকার করেনি। এটি সম্পূর্ণ বেআইনি কাজ। আজ তারা তাকে আদালতের হাজির করে দুই দিনের রিমান্ডে নিয়েছে।
তিনি আরও বলেন, ছাত্রদল নেতা আশিককে তুলে নেওয়ার পর থেকেই তার উপর অমানবিক নির্যাতান করা হয়েছে। আবার নির্যাতন করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী রিমান্ডে নিয়েছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
রিজভী বলেন, ক্ষমতা হারানোর ভয়ে সরকার বেপরোয়া হয়ে নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছে। মানুষের বাক-স্বাধীনতার উপর চুড়ান্ত আঘাত করছে। ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছে। আবারও সারাদেশে মিথ্যা মামলার হিড়িক চলছে। কিন্তু নির্যাতন করে তাদের শেষ রক্ষা হবে না। অচিরেই সরকারের বিদায় হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।