Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে ইসলামী আন্দোলনের ওলামা ও সুধী সমাবেশ

| প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ওলামাগণ ঐক্যবদ্ধ হলে কোনো অপশক্তি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না Ñচরমোনাই পীর
সিলেট অফিস : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মো: রেজাউল করীম চরমোনাই পীর বলেছেন, শতকরা ৯২ ভাগ মুসলমানের দেশে ইসলামী শক্তি আজ পরাজিত। যারা ইসলাম নিয়ে বাঁচতে চায়, তাগুতি শক্তির এজেন্ট শাসকগোষ্ঠী তাদের বিভিন্নভাবে হামলা-মামলা ও হয়রানি করে দাবিয়ে রাখতে চাচ্ছে। তারা সাধারণ মুসলমানদের বিভ্রান্ত করতে ওলামায়ে কেরাম ও মসজিদ-মাদরাসা সংশ্লিষ্টদের জঙ্গি হিসেবে প্রমাণ করতে সব চক্রান্ত অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছে। এর মোকাবেলা করেই ইসলামকে বিজয়ী করতে হবে। তিনি এ জন্য ওলামায়ে কেরামের ঐক্যের প্রতি গুরুত্বারোপ করে বলেন, ওলামায়ে কেরামগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি মাথা উঁচু করে দাঁড়াবার সাহস পাবে না। তিনি আরো বলেন, ওলামায়ে কেরাম কখনো দ্বীন প্রতিষ্ঠার বিরোধিতা করতে পারে না, কিছু মতবিরোধ থাকলেও তা দ্বীন প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে না বলেও তিনি মন্তব্য করেন। গতকাল শনিবার সকাল ১০টায় সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠের ভিআইপি লাউঞ্জে এক ওলামা ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পীর উপরোক্ত কথাগুলো বলেন। প্রধান মেহমান হিসেবে দারুল উলূম দেওবন্দ মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি মুহাম্মদ আমীন পালনপুরী বলেন, পার্থিব লোভ-লালসা পরিহার করে ওলামা-মাশায়েখ ও ইসলামী শক্তিগুলো ঐক্যবদ্ধ হলে তাগুতি শক্তি একমুহূর্তও টিকে থাকতে পারবে না। ইসলাম প্রতিষ্ঠার কাজ থেকে হাত গুটিয়ে বসে থাকার কোনো সুযোগ নেই মুসলমানদের। ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি মুফতি মো: ফখরুদ্দীনের সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারি ডা: রিয়াজুল ইসলাম রিয়াজের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আব্দুল আউয়াল, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, শরীয়াবিষয়ক উপদেষ্টা মুফতি ওমর ফারুক স›দ্বীপী, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক আশরাফ আলী আকন্দ, মাওলানা রেদওয়ানুল হক রাজু, মাওলানা ফয়জুর রহমান প্রমুখ।



 

Show all comments
  • মো:আরিফ ১১ ডিসেম্বর, ২০১৬, ৯:২৭ এএম says : 0
    কথা ঠিক।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিলেট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ