Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে নিখোঁজ দুই মাদ্রাসা ছাত্র !

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০২২, ৬:০২ পিএম

সিলেট একদিনের ব্যবধানে নিখোঁজ হয়েছে দুই মাদ্রাসার ছাত্র। তাদের একজন নগরী থেকে এবং অপরজন জেলার ওসমানীনগর থেকে নিখোঁজ হয়। নিখোঁজ লিমন হোসেন (১২) সিলেট নগরের জিন্দাবাজার মিতালী ম্যানশনের বাসিন্দা আবুল বাশারের পূত্র। সে নগরীর জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজির বাজার মাদরাসার হিফজ বিভাগের ছাত্র। এছাড়া নিখোঁজ আমিরুল ইসলাম (১৬) সিলেটের ওসমানীনগর উপজেলার কিয়ামপুর গ্রামের খাইরুল ইসলামের পূত্র। সে উপজেলার উমরপুর টাইটেল মাদরাসার ছাত্র।

জানা গেছে, গত ৮ অক্টোবর সকাল সাড়ে ৯ টার দিকে মাদরাসার উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়ে আর ফিরে আসেনি লিমন হোসেন। পরে মাদরাসাসহ সম্ভব্য সকল স্থানে খোঁজে তার সন্ধান মিলেনি। গতকাল বৃহস্পতিবার (১৩ অক্টোবর) শিশুটির বাবা আবুল বাশার এসএমপির কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) দায়ের করেন। এদিকে, ওসমানীনগর থেকে নিখোঁজ আমিরুল ইসলাম (১৬) গত ৯ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে মাদরাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরেনি। মাদরাসা ও আত্মীয় স্বজনসহ সম্ভব্য সব স্থানে খোঁজাখুঁজির পরও সন্ধান মিলেনি তার। পরে বুধবার (১২ অক্টোবর) ওসমানীনগর থানায় জিডি দায়ের করেন কিশোরের বাবা খাইরুল ইসলাম। তবে নিখোঁজের পরিবারের দাবি, আমিরুলকে অপহরণ করা হয়েছে। একাধিক মোবাইল ফোনে নিখোঁজের পরিবারকে অপহরণের কথা বলে নানাভাবে টাকা দাবি করছে একটি চক্র। নিখোঁজের বাবা খাইরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মোবাইলে অচেনা নাম্বার থেকে একটি কল আসে। ফোনের অপর প্রান্ত থেকে অজ্ঞাত ব্যক্তি ছেলেকে ফিরে পেতে সিলেট নগরীর লালবাজার যেতে বলে। তাদের কথা মতো সেখানে যাবার প্রস্তুতি নিলেও যোগাযোগ করে ওই মোবাইল ফোন নাম্বার বন্ধ দেখা যায়। সিলেটের ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাইন উদ্দিন বলেন, নিখোঁজ মাদরাসার ছাত্রের খোঁজে তৎপর রয়েছে পুলিশ।



 

Show all comments
  • Harunur Rashid ১৪ অক্টোবর, ২০২২, ৮:৩৭ পিএম says : 0
    Regime need to find these persons asap. Those who behind this must face death penalty otherwise these crime will happen again and again.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছাত্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ