পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা : গাজীরের শ্রীপুরে একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে উপজেলার নয়নপুর এলাকার কনফিডেন্স নিটেক্স পোশাক কারখানার ফিনিশিং গোদামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুন নিভাতে গিয়ে কারখানার শ্রমিক শহিদ (২৬) মমিন (২৩) ফারুক (৩০) বাদল (২০) বকুল (২২) সোহরাব (২১) জহিরুল (১৯) তপু মিয়া (২৫) সহ অন্তত ২০ শ্রমিক আহত হয়। আহতদের মধ্যে দগ্ধ দুই শ্রমিককে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অন্যদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কর্মরত শ্রমিক ও দমকল বাহিনী সূত্রে জানা যায়, শুক্রবার ছুটির দিন থাকলেও বিশেষ কারণে আংশিক কাজ চলছিল। সন্ধ্যা অনুমান সাড়ে ছয়টার দিকে কারখানার ফিনিশিং গোদামে হঠাৎ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পাশের ফিনিশিং ফ্লোরে। খবর পেয়ে মাওনা দমকল বাহিনীর দু‘টি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে দু’টি সিপমেন্টের কার্টন করা মালামাল পুড়ে যায়। মাওনা দমকল বাহিনীর ওয়ার হাউজ পরিদর্শক জিহাদ মিয়া জানান, ওই গুদামে কোন বিদ্যুৎ সংযোগ ছিল না। আগুন লাগার কারণ জানা যায়নি। ক্ষতির পরিমাণ ত্রিশ চল্লিশ লাখ টাকা হতে পারে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।