নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর্ণ আসর জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (জেবি বিপিএল)’র ১৯তম রাউন্ডে শিরোপা প্রত্যাশী ঢাকা আবাহনী লিমিটেডের পয়েন্ট কেড়ে নিলো পয়েন্ট টেবিলের নীচের সারির দল শেখ রাসেল ক্রীড়া চক্র। গতকাল সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দু’দলের ম্যাচটি গোলশূন্য অমীমাংসিতভাবে শেষ হয়। এই ড্র’তে ঢাকা আবাহনী ১৯ ম্যাচ শেষে ৪৩ পয়েন্ট পেয়ে তালিকার শীর্ষেই অবস্থান করছে। সমান ম্যাচে শেখ রাসেল ২১ পয়েন্ট নিয়ে রয়েছে অষ্টমস্থানে। ম্যাচের ৩৭ মিনিটে আবাহনী দশজনের দলে পরিণত হলেও তাদেরকে হারাতে পারেনি শেখ রাসেল। এসময় মাঝমাঠে বল দখলের লড়াইয়ে জুলিয়াস ইকাঙ্গাকে বল ছাড়া পেছন থেকে লাথি মারেন আবাহনীর ইংলিশ ফরোয়ার্ড লি টাক। রেফারি জালালউদ্দিন তাকে লালকার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দিলে আবাহনীকে বদলে ফেলতে হয় খেলার ছক। লিগের প্রথম পর্বে দু’দলের লড়াইটি ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছিলো।
এদিকে একই মাঠে বিকালে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাবও ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে গোলশূন্য ড্র করে মান বাঁচিয়েছে। শিরোপা ধরে রাখার লড়াই থেকে আগেই ছিটকে পড়েছে শেখ জামাল। এই ড্র’তে আরও পিছিয়ে পড়লো তারা। ১৯ ম্যাচ শেষে ৩০ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয়স্থানে রয়েছে তারা। সমান ম্যাচে ২৪ পয়েন্ট পেয়ে ব্রাদার্সের অবস্থান ষষ্ঠস্থানে। প্রথম পর্বে শেখ জামাল ৫-৪ গোলে হারিয়েছিলো ব্রাদার্সকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।