Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জয়পুরহাটে চাঁদাবাজির অভিযোগে কথিত সাংবাদিক আটক

জয়পুরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০২২, ৭:৩৪ পিএম

জয়পুরহাটে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করার সময় রেজাউল করিম (৩৫) নামে এক কথিত সাংবাদিককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে সদর উপজেলার খনজনপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক রেজাউল করিম মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার ইসলামপুর গ্রামের ফজর আলীর ছেলে।

(ওসি) সিরাজুল ইসলাম, আটক রেজাউল করিম সাংবাদিক পরিচয় দিয়ে দেশের বিভিন্ন জেলায় গিয়ে সরকারি অফিসে চাঁদাবাজি করে আসছিলেন। সদর উপজেলার খনজনপুরে সাব রেজিস্ট্রার অফিসের এক কর্মকর্তাকে ভয় দেখিয়ে তার কাছ থেকে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। পরে ওই কর্মকর্তা ৯৯৯ এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কথিত সাংবাদিক রেজাউল করিমকে আটক করে। আটক রেজাউল করিম গ্রামগঞ্জের কথা নামে এক পত্রিকা সম্পাদক দাবি করেন বলেও জানান ওসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক

২২ ফেব্রুয়ারি, ২০২৩
২১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ