বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নগরকান্দা উপজেলায় মেয়ে জামাইয়ের হাতে শাশুড়ি খুনের ঘটনায় প্রধান আসামি জামাই মো. ইউনুস মোল্যাকে গ্রেফতার করেছে নগরকান্দা থানা পুলিশ।
সোমবার (১০ অক্টোবর) ইউনুস মোল্যাকে ফরিদপুরের আদালতে পাঠানো হলে বিজ্ঞ আদালত তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
এর আগে রোববার (০৯ অক্টোবর) দিনগত রাত ২টার দিকে মাগুরার মোহাম্মদপুর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন গণমাধ্যম কে বলেন, রোববার দিনগত গভীর রাতে মাগুরার মোহাম্মদপুর থানা এলাকা থেকে ইউনুস মোল্যাকে গ্রেফতার করা হয়েছে।
তার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নম্বর ০৪(১০)২০২২, ধারা- ৩০২।
গ্রেফতার ইউনুস মোল্যাকে সোমবার দুপুরে ফরিদপুরের আদালতে পাঠানো হয়।
জানা যায়, গত শুক্রবার (৭ অক্টোবর) ফরিদপুরের নগরকান্দা উপজেলার সাবার গ্রামে শাশুড়ি রহিমা বেগমকে (৫৫) চাকু দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে খুন করার অভিযোগ ওঠে মেয়ে জামাইয়ের বিরুদ্ধে।
শাশুড়ি রহিমা বেগম রাতে ঘরের বাইরে বের হলে তাকে চাকু দিয়ে এলোপাতাড়ি কোপায়, আগে থেকে ওঁৎ পেতে থাকা মেয়ে জামাই ইউনুস মোল্যা। চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এলে ইউনুস পালিয়ে যান। পরে শাশুড়িকে এলাকাবাসী উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। এরপর থেকে জামাই ইউনুস মোল্যা পলাতক ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।