মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের কিছু এলাকা দখলের দাবি করেছে রাশিয়া। ইউক্রেনের সেনাবাহিনীর অব্যাহত সফল পুনরুদ্ধার অভিযানের মধ্যে এই সংবাদ দিল মস্কো। গত এক সপ্তাহে এটিই ইউক্রেনে রাশিয়ার একমাত্র অগ্রগতির খবর। খবর আলজাজিরার।
মস্কো জানায়, ইউক্রেনের দখলে থাকা বাণিজ্যিক শহর বাখমুতের আশপাশের কিছু গ্রাম দখল করেছে তারা। এর আগে বাখমুতে টানা কয়েক সপ্তাহ ধরে হামলা চালিয়ে যাচ্ছিল রুশ বাহিনী।
বাখমুত দখলের পর রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়েছে, রাশিয়া ও লুহানস্কের সেনাদের সহায়তায় ওত্রাদোভকা, ভেসেলায়া দোলিনা এবং জাতিতসোভোকে স্বাধীন করেছে তারা। এছাড়া ইউক্রেনীয় সেনাদের একটি দল তাদের কাছে আত্মসমর্পন করেছে।
দোনেৎস্কের বাখমুত শহরটি দখল করতে দীর্ঘদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী। তবে ইউক্রেনীয় সেনারা সেখানে শক্ত ঘাঁটি গেড়ে নিজেদের অবস্থান ধরে রেখেছে। সূত্র : আল জাজিরা
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।