Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পোরশায় ভারতীয় রুপিসহ আটক ৪

প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

নওগাঁ জেলা সংবাদদাতা : নওগাঁর পোরশায় ভারতীয় ২ হাজার ৫৮০ রুপিসহ ৪ জন যুবককে আটক করেছে নিতপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা। বুধবার বিকেল ৪টার দিকে তাদের আটকের পর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার পুনরচাঁদপুর গ্রামের মৃত বতিশ রাধুয়ার ছেলে তপন রায় (২৫), মাহার জীনের ছেলে সমন ম-ল (২৫), নির্মল ম-লের ছেলে মিহির ম-ল (২২) ও মনির ম-লের ছেলে পিন্টু (২৬)।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পতœীতলা-১৪’র নিতপুর ক্যাম্পের নায়েব সুবেদার সালেহ আহাম্মেদ জানান, বুধবার দুপুরে নিতপুর সীমান্তের ২৩১/১০ এফ এলাকা দিয়ে আটককৃতরা অবৈধ্যভাবে ভারতে তাদের আত্মীয়ের বাড়ি থেকে বাংলাদেশে নিজ বাড়িতে আসছিলো। এমন সময় ক্যাম্পের টহলরত একটি দল নিতপুর সীমান্তের ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে টেকরা নামক স্থানে এলে ওই চার যুবককে তল্লাশি চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, ৩টি ভারতীয় সিম, ৩টি বাংলাদেশী সিম ও নগদ ২ হাজার ৫৮০ ভারতীয় রুপী পাওয়া যায়।
তিনি আরো জানান, আটককৃতদের পোরশা থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পোরশায় ভারতীয় রুপিসহ আটক ৪
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ